রাজনৈতিক রাজ্য

আজ ডিওয়াইএফ‌আই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে উত্তরকন্যা অভিযানে পুলিশি বাধা।


মিঠুন ভট্টাচার্য্য:চিন্তন নিউজ:১২ই ফেব্রুয়ারি:–ডি ওয়াই এফ আই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে আজ শিলিগুড়িতে উত্তরবঙ্গের আট জেলার যুব কর্মী-সমর্থকদের নিয়ে উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছিল ।, প্রথমে উত্তরবঙ্গের আটটি জেলার প্রতিনিধিদের সমবেত অবস্থান হয় মহাত্মা গান্ধী মোড় মহানন্দা ব্রিজ এর কাছে সেখানে রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র , রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জি দের সংক্ষিপ্ত বক্তব্যের পরে মিছিল শুরু হয়ে উত্তরকন্যার উদ্দেশ্যে রওনা হয় ।

মাঝখানে জলপাইগুড়ি মোড় এলাকায় সিপিআইএম দুই নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে যুব কমরেড দের ফুল দিয়ে সংবর্ধিত করা হয় এবং বর্ধমান রোড ধরে পুনরায় মিছিল এগোতে থাকে উত্তরকন্যা র উদ্দেশ্যে , মিছিল নৌকাঘাট মোড় পৌঁঁছতেই তিনবাত্তিতে অবস্থানরত পুলিশদের মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়। যেখানে আগে থেকেই লোহার ব্যারিকেড করে রাখা হয়েছিল রাখা ছিল জলকামান সহ প্রচুর রেফ ও কম্ব্যার্ট ফোর্স এর প্রশিক্ষিত বাহিনী ।

মিছিল শান্তিপূর্ণভাবে এগিয়ে যেতে থাকে‌ তিনবাত্তি মোড় এলাকায় পৌছতেই বিনা প্ররোচনাতেই শুরু হয় পুলিশি আক্রমণ , প্রথমে জলকামান চালিয়ে মিছিলকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয় , কিন্তু যুব কমরেডরা দমে না গিয়ে প্রথম ব্যারিকেড ভেঙে দ্বিতীয় ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই পুলিশ এবং পুলিশের মাঝে লুকিয়ে থাকা সিভিল ড্রেসে তৃণমূলী বাহিনী লাঠি চার্জ সহ পাথর ছুড়তে থাকে বলে ডিওয়াইএফআই রাজ্য নেতৃত্বের অভিযোগ ।

যুব কমরেডদের পক্ষ থেকে পাল্টা প্রতিরোধের চেষ্টা করা হয় , এক সময় পুলিশ পিছু হটতে বাধ্য হয় , কিন্তু তারপর প্রশিক্ষিত কমব্যাট ফোর্সকে সামনে এগিয়ে দিয়ে ডিওয়াইএফআই মহিলা কর্মীদের হেনস্তা করা হয়, মারধর করা হয়, বাধ্য হয়ে নেতৃত্ব ওই সময় সিদ্ধান্ত নেয় এভাবে প্রশিক্ষিত ফোর্সের মাঝখানে মহিলা কমরেডদের ছেড়ে দেওয়া যায় না। তাই তারা সেখানে অবস্থানে বসে পড়ে এবং রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র এবং রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জি মাইকে হুমকি দিয়ে বলেন যে পুলিশ আজ বেকারদের চাকরির দাবিতে , এনআরসি এনপিআর এর বিরুদ্ধে এবং এনআরবি ( ন্যাশনাল রেজিস্টার অফ বেরোজগার ) চালু করার দাবিতে গণতান্ত্রিক পদ্ধতির একটি শান্তিপূর্ণ মিছিল কে এরকম ন্যাক্কারজনক আক্রমণ করেছেন অবিলম্বে পুলিশ আধিকারিকদের নিঃশর্ত ক্ষমা চাইতে হবে অন্যথায় অনির্দিষ্টকালের জন্য তিনবাতি মোড় এলাকার ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে রাখা হবে সারা রাজ্যের যুব কমরেড দের এনে শিলিগুড়িকে অচল করে দেওয়া হবে।

অবশেষে পুলিশ নিঃশর্ত ক্ষমা চাওয়ার মাধ্যমে পিছু হটতে বাধ্য হয় তারা ডিওয়াইএফআই নেতৃত্বের কাছে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করলে সাধারণ মানুষ-এর অসুবিধার কথা ভেবে অবরোধ তুলে নেওয়া হয় , শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় কুড়ি পঁচিশ জন ডিওয়াইএফফাই কর্মী পুলিশ দ্বারা আক্রান্ত হয়েছেন তার মধ্যে অনেকেই গুরুতর অসুস্থ , সংগঠনের পক্ষ থেকে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।