সায়ঙ্ক মন্ডল, চিন্তন নিউজ, ১৩ই জুলাই: চলতি বছরের পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে নামমাত্র খরচে চালু করা হচ্ছে জয়েন্টের ভার্চুয়াল কোচিং ক্লাস, চলবে টানা এক বছর। করোনা মহামারীর জেরে দীর্ঘায়িত লকডাউন দেশজুড়েই আর্থিক সঙ্কট তৈরি করেছে। লক্ষ লক্ষ মানুষ কাজ হারিয়েছেন, কোথাও বেতন অনিয়মিত হয়েছে বা এক ধাক্কায় অনেকটাই কমেছে। এই পরিস্থিতিতে নিম্ন মধ্যবিত্ত এবং দারিদ্র্য সীমার কাছাকাছি থাকা মানুষজন খরচে রাশ টানতে বাধ্য হয়েছেন।
পরিবারের রোজগার কমায় ইচ্ছে থাকলেও আগামী বছর দমদমের মেয়ে সুকন্যা জয়েন্টে বসতে পারবে কি না নিশ্চিত নয়। কারণ জয়েন্টের প্রস্তুতির জন্য বেসরকারি কোচিং সেন্টারে ৫০ হাজার থেকে ২ লক্ষ টাকা ফি দিয়ে ক্লাস করা এখন অসম্ভব। ভার্চুয়াল ক্লাসে খরচ আরও বেড়েছে। সুকন্যার মতো বহু মেধাবী ছেলেমেয়ের নিম্নবিত্ত, গরিব পরিবারের পক্ষে বর্তমান পরিস্থিতিতে জয়েন্টের কোচিংয়ে হাজার হাজার টাকা খরচ করা দুঃসাধ্য।
উচ্চশিক্ষার স্বপ্ন দেখা এই পড়ুয়াদের পাশে দাঁড়াতে বিভিন্ন নামী বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের একদল শিক্ষক একটি বেসরকারি প্রতিষ্ঠানের পরিকাঠামো ব্যবহার করে নামমাত্র খরচে টানা এক বছর জয়েন্টের ভার্চুয়াল কোচিং ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পুরো উদ্যোগের নেপথ্যে রয়েছেন উত্তর দমদমের বিধায়ক তন্ময় ভট্টাচার্য। ১৫ জুলাই থেকে শুরু হবে এই কোচিং সেন্টার। সপ্তাহে ৩-৪ দিন, দিনে দু’টি করে ক্লাস। এক মাস অন্তর অনলাইনেই হবে পরীক্ষা।