রণদীপ মিত্র: চিন্তন নিউজ:৪ঠা এপ্রিল:-গ্রামে কোয়ারান্টিন সেন্টার হবে কি হবে না এই নিয়ে তৃণমুলের গোষ্ঠী সংঘর্ষে খুন বীরভুমের পাড়ুই থানার তালিবপুর গ্রামে। বীরভূমের পাড়ুই থানার তালিবপুর গ্রাম। গ্রামের হাইস্কুলের হোস্টেলটি কোয়ারন্টিন সেন্টার করবে বলে প্রশাসন নির্বাচন করেছিল। এই নিয়ে গ্রামবাসীদের একটা অংশ সম্মতি দিলেও অন্য একটি অংশ আপত্তি জানায়। বিষয়টি শাসকদলের স্থানীয় নেতৃত্ব পর্যন্ত। এরপরে তা তৃণমূলের দুই গোষ্ঠীতে ভাগ হয়ে যায়। একটি গোষ্ঠী আপত্তি জানায় একটি গোষ্ঠী সম্মতি দেয়। এই নিয়ে একটা বিবাদ চলছিলই।
এই বিষয়টিকে ঘিরেই শনিবার রণক্ষেত্রের চেহারা নেয় তালিবপুর। শুরু হয় মুহুর্মুহু বোমাবাজি, গুলি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশকেও লক্ষ্য করে আক্রমণ করা হয় বলে অভিযোগ। জানা গেছে, সেই সময়েই বোমা ফেটে শেখ শ্যাম বাবু বলে একজনের মৃত্যু হয়। তিনি স্থানীয় তৃণমূল কর্মী। আহত আরো কয়েকজন বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। যদিও ঘটনার কথা অস্বীকার করেছে পুলিশ। বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন গ্রাম্য বিবাদের জন্য এই ঘটনা।