বিপ্লব সেন:চিন্তন নিউজ:৪ঠা এপ্রিল: #ডিওয়াইএফআই উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে জেলা অফিস দীনেশ মজুমদার ভবনে চলছে স্যানিটাইজার তৈরির প্রক্রিয়া।
আজ স্যানিটাইজার তৈরী করে জেলার প্রতিটি ব্লকে বিতরন করা হল। প্রতিটি ব্লকে লোকাল কমিটির মাধ্যমে এই স্যানিটাইজার পৌঁছে যাবে সাধারণ মানুষদের হাতে। ডিওয়াইএফআই এর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অর্থিক সহায়তা করছে বামপন্থী শিক্ষক সংগঠন এবিপিটিএ এবং পাশে দাঁড়িয়েছে বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটিইউ ।আগামী ১০ এপ্রিল পর্যন্ত চলবে এই স্যানিটাইজার তৈরির প্রক্রিয়া।
ডিওয়াইএফআই এর এই কাজের জন্য #এবিপিটিএ উত্তর দিনাজপুর জেলা সম্পাদক কমঃ কৃষ্ণেন্দু রায়চৌধুরী #ডিওয়াইএফআই উত্তর দিনাজপুর জেলা সম্পাদক কমঃ কার্তিক দাসের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দিলেন। এছাড়াও অর্থ সংগ্রহ করে সাহায্য করেছে বামপন্থী ছাত্র সংগঠন #এসএফআই…