দেশ

পরিযায়ী শ্রমিকদের পাশে সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি


সোমা চক্রবর্তী দাস:চিন্তন নিউজ:৪ঠা এপ্রিল:-
পরিযায়ী শ্রমিকদের বিষয়ে সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী মিনতী ঘোষ বলেছেন, কনীনিকা ঘোষ বোস ও বলেছেন সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি তাদের পাশে থাকবে।।

কয়েকদিন ধরে মূ্লত উত্তর চব্বিশ পরগণা জেলার শ্রমিকদের খোঁজ নেওয়ার চেষ্টা করছে .সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সর্বভারতীয় নেতৃত্ব। বিভিন্ন রাজ্যেই পরিযায়ী শ্রমিকদের খুবই সহায়তা করছেন। উড়িষ্যার তাপসী প্রহরাজ শ্রমিকদের সাথে যোগাযোগ করেছেন। পাশে আছেন।. সারাভারত গণতান্ত্রিক মহিলা। সমিতির সাধারণ সম্পাদিকা মারিয়াম ধাওয়ালে শ্রমিকদের সাথে যোগাযোগ রাখছেন মুম্বাইতে.। কর্নাটকে লক্সমী শ্রমিকদের সাথে যোগাযোগ করে খাবারের প্যাকেট দেওয়ার ব্যবস্থা করেছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।