কলমের খোঁচা

কবি নবারুণ ভট্টাচার্য্যের কবিতায় শপথ নিতে শেখায়


মিতা দত্ত: চিন্তন নিউজ:২৩শে জুন:- “এই মৃত্যু উপত্যকা আমার দেশ না”— ঘরে, রাস্তায়, অফিসে, আদালতে শিরদাঁড়াহীন মানুষের চলাফেরা যেখানে – যে দেশে মানুষ অর্ধসত্য ও মিথ্যা দিয়ে জীবন গড়ে – যে দেশে মানুুষ ধর্ম ধারণ না করে, ধর্মের নামে হানাহানি, ধর্মের নামে ব্যবসা করে – সেটা আমার দেশ নয়।
যেখানে জনপ্রতিনিধিরা জনসেবার নামে, অর্থ লালসা চরিতার্থ করে, ক্ষমতার মোড়কে শ্রেণীগত শোষণের রাজনীতির ভিত্তিতে যে দেশ চলে- সেই দেশ আমার দেশ নয়।
যে দেশে শিক্ষক শ্রেণি কক্ষে সাম্প্রদায়িকতার পাঠ দেয়, শিশুমন কলুষিত করে- সেটা আমার দেশ নয়।
যে দেশে পদে পদে শিশু হয় লালসার শিকার, প্রতি মুহুর্তে শোষিত, অবহেলিত নারী-সে আমার দেশ না।

আমি এমন এক দেশের স্বপ্ন দেখি – যেখানে মানুষ ভেদাভেদহীন, ঐক্যবদ্ধ, হাতে হাত রেখে সত্যের জন্য লড়াই করছে, এক নব সাম্যবাদী রাষ্ট্রের আঁচলে আমরা সবাই ভালো থাকার শপথ নিচ্ছি একসাথে, একপাতে।
আমি আমার এই স্বপ্নকে বাস্তবায়ন করতে সবার হাতে হাত মিলিয়ে প্রাণ দিতেও প্রস্তুত। আজ কবি,সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য্যের জন্মদিবসে অঙ্গীকার হোক সব মানুষের।

কবি নবারুণ ভট্টাচার্য
কবিতার নাম – “এই মৃত্যু উপত্যকা আমার দেশ না”
প্রথম প্রকাশ – “এই দেশ এ সময়” ১৯৭২


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।