কলমের খোঁচা

ভগ্নদূত -পাপিয়া ঘোষ সিংহ


এসেছে আজকের এই দেশেতে
ভগ্নদূত এক শাসকদল,
মহা মনীষীদের মুর্তি ভাঙছে
ভাঙার উল্লাসে দেখায় বল।

ধিক,ধিক, শতধিক, তোমাদের
তোমরা মানুষ!! না ক্লীব।
ত্রিপুরাতে ভাঙলে লেনিন মুর্তি
প্রমাণ দিলে – তোমরা কেমন জীব।

কবি সুকান্ত ভেঙে দিয়ে কি
কবিতার ভাষা শেষ হয় ?/
মাওয়ানায় আম্বেদকর ভেঙে
দলিতদের দেখালে ভয়!

এবারে তোমরা ভাঙলে মুর্তি
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি,
ধ্বংসের শেষ ঘন্টা বেজেছে,
অন্তিম কালের শোনো ধ্বনি।

এবার তোমরা হাত দেবে গায়ে
নবজাগরণের দূত রামমোহনের!
দেশদ্রোহিতা করছে কে বলো
মুর্তি ভেঙে মহা -মনীষীদের ।

ভাঙার খেলায় মত্ত হয়েছো,
ভাঙতে পারোনি বিশ্বাস,
প্রতিরোধ আরোও বহুগুণ বেড়ে
ঘোচাবে এ হেন নোংরা ত্রাস।

সাবধান হ‌ও, ঘরে ঘরে আজ
শাণিত হচ্ছে-বিবেক,কলম,
আঘাতে আঘাতে ছিন্ন করবে
তোমাদের ভূয়ো ধর্ম ভরম।

পূবদিকে দেখো উদিত সূর্য,
আকাশটা ক্রমে ভরছে আলোয়,
আঁধারের কাল কাটতে চলেছে
সামলাও নিজেদের ভালোয় ভালোয়।

এক‌ই মুদ্রার এ’পিঠ ও’পিঠ,
দু‌ই শাসকের ভাঙার খেলা,
এবার গড়বো এমন পৃথিবী,
ভন্ড,প্রতারকের শেষের পালা ।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।