কলমের খোঁচা

” কত অজানারে”


“রিয়াধের আল নসলা”

গোপা মুখার্জী,চিন্তন নিউজ, 15/10/2022:– সৌদি আরবের রাজধানী রিয়াধ- এর অনতিদূরে তায়মা মরুদ্যানে প্রায় চার হাজার বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে২০ ফুট উচ্চতার এক প্রস্তরখন্ড। নাম — আল নসলা। আশ্চর্যের বিষয় হল,পাথরখন্ডটির মাঝ বরাবর এক ইঞ্চিরও কম এক সুনিপুণ ফাঁক পাথরটিকে উপর থেকে নীচে যেন দ্বিখন্ডিত করেছে ।শুধুমাত্র দু’ভাগের পাদদেশের খুব সামান্য অংশ জুড়ে আছে । দূর থেকে এই পাথরের খাঁজটিকে দেখে মনে হয় যেন একটি ঘোড়ার উপরে সওয়ারি বসে আছেন। তাম্রযুগের অসংখ্য আঁকিবুকি দাগ পাথরের শরীর জুড়ে।

কিভাবে এই আশ্চর্য মসৃণ ফাঁকটি তৈরি হয়েছে তার কোনো সঠিক বৈজ্ঞানিক ব্যাখা নেই। ভূ-বিজ্ঞানী, ইতিহাসবিদ, এমনকি আমজনতা বিভিন্ন সময়ে বিভিন্ন মত পোষণ করেছেন। বর্তমানে বহু পর্যটক দূরদূরান্ত থেকে ছুটে আসেন এই প্রস্তরখন্ডের আকর্ষণে ।
যাইহোক, চার হাজার বছরের পুরানো এই আশ্চর্য পাথরখন্ডটি আরব মহাদেশের প্রাচীন সভ্যতাকে বহন করে নিয়ে চলেছে এতে কোনো সন্দেহ নেই।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।