রাজ্য

এ কী ভাষা !! শুনে স্তম্ভিত আপামর জনসাধারণ।


সূপর্ণা রায়: চিন্তন নিউজ:১৫ই জুন:–মুখ্যমন্ত্রীর বচনে স্তম্ভিত আপামর জনসাধারণ।

মমতা দেবী তথা আমাদের মুখ্যমন্ত্রীর বচনে উত্তেজনা ছড়াল উঃ২৪ পরগনার বীজপুরের এক কর্মী সভাতে।।তিনি যে ভাষায় কথা বলেছেন সেই ভাষা কোন মুখ্যমন্ত্রী কেন কোন অরাজনৈতিক ব্যক্তিত্ব ও কথা বলতে পারে না।। তার এই ভাষণে একটা প্রশ্ন সব্বার মনে উঠেছে ঠিক কী চাইছেন তিনি?…..নৈরাজ্য?…..নাকি চরম হাঙ্গামা?……. এদিন তিনি বলেন বাংলাতে থাকতে গেলে বাংলাতেই কথা বলতে হবে।।তার মানে তিনি বলতে চাইছেন বাংলাতে কথা না বললে তিনি কাউকে এ রাজ্যে থাকতে দেবেন না!!!!বাংলার বাইরে থেকে এসে বাঙালীদের ভয় দেখিয়ে চলে যাবে এটা তিনি বরদাস্ত করবেন না।।এই কথার মানে কি? “” গুণ্ডামি ” করতে গেলে বাঙালী হতে হবে? সিপি আই এম কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন তার এখন দু’ বছর বাকী আছে সরকারে।।তারপর আবার পাঁঁচ বছর এর জন্য আসবি।।২০১৬ তে জোট করেছিলি “আমি”- তথা মুখ্যমন্ত্রী সেটাকে ঘোট বানিয়ে দিয়েছেন।। তিনি আরও বলেন ২০১১ তে এসে তিনি রবীন্দ্রসংগীত….. নজরুল গীতি বাজাতে বলেছিলেন।।তিনি সিপিএম এর কারও গায়ে হাত দেন নি।।তখন সুব্রত মুখার্জী তাকে বলেছিলেন সিপিএম কে “”রেশন””করে পেটাতে। এবার তিনি যদি আসেন আর ছাড়বেন না।। “”দেখিয়ে দেব”””……”ছাড়া হবেনা”””মানে কি??? মুখ্যমন্ত্রী “”রেশন দেওয়ার মত করে পেটানো “””ভয় দেখাচ্ছেন। দলের কর্মী দের তিনি বলেন “”চাবুকের মতো লড়াই করুন।কালো পতাকা যদি কেউ দেখায় একদম চুপ করে থাকবেন না ।। আপনার বাড়ি তে ছাতা আছে আরও অনেক কিছু আছে ——আস্তে আস্তে বলে দেব”। তিনি বলেছেন তার দলে তিনি যত রাজ্যের বখাটে ছেলেমেয়ে দের চান।।যারা নাকি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়——-আড্ডা মারে তারা দলে দলে তার দলে আসুক।। এই সব ছেলে মেয়েদের তিনি দলের কাজে ব্যাবহার করবেন।।।তাদের চাকরির বন্দবস্তও করবেন। তার মানে কি তিনি বলতে চাইলেন কাজ পেতে গেলে বখাটে হতে হবে??….. বলেন “”তাকে কেউ দূর্বল ভাববেন না।।বাংলাতে থেকে বাঙালী হটাও চলবে না।।তিনি হাতে চুড়ি পরে বসে থাকেন না।?যে রাঁঁধে সে চুল ও বাধে।।রান্নাঘরে হাতা খুন্তি থাকে । মুখ্যমন্ত্রীর এহেন বচন শুনে সকলেই অবাক।।।একজন মুখ্যমন্ত্রী কিভাবে এমন হুমকি দিতে পারেন সেই প্রশ্ন এখন সবার মনে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।