দেশ শিক্ষা ও স্বাস্থ্য

বাংলার জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির প্রভাব সারাদেশে ছড়িয়ে পড়েছে।


রঘুনাথ ভট্টাচার্য্য: চিন্তন নিউজ :২৫ই জুন:- পশ্চিমবঙ্গে জুনিয়র ডাক্তাররা আক্রান্ত – এই বার্তা
ছড়িয়ে পড়েছে সারা দেশে। প্রতিবাদ ধ্বনিত হচ্ছে সমস্ত
চিকিৎসক সমাজে। দাবি উঠছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। সর্বভারতীয় সংগঠন সারা ভারতে আন্দোলনের ডাক দিয়েছেন।
১৭ই জুন সোমবার সারাদেশে ধর্মঘটের ডাক দিয়েছেন ইন্ডিয়ান মেডিক্যাল এসোসিয়েশন। রাজ্যে গণ ইস্তফা কর্মসূচিতে শুক্রবার দুপুর পর্যন্ত ৪ জন অধ্যক্ষ ও
১৮০ জন চিকিৎসক ইস্তফা দিয়েছেন। অন্ততঃ পাঁচশ জন
চিকিৎসক ইস্তফার ইচ্ছা প্রকাশ করেছেন। জুনিয়র ডাক্তাররা নবান্নে যেতে সম্মত না হওয়ায় আলোচনার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
দিল্লির এইমস ও সফদরজং হাসপাতালের চিকিৎসকরা রাস্তায় হেঁটেছেন। মহারাষ্ট্রে প্রায় সারে চার হাজার চিকিৎসক মিছিল করে প্রতিবাদ জানান। রাজস্থানের জয়পুর সহ বিভিন্ন জায়গায় সংগঠিত হয় প্রতিবাদ আন্দোলন। গোয়াতে চিকিৎসকরা একদিনের ধর্মঘট পালন করেন।
এইভাবে দিল্লি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান,পুদুচেরি,তামিলনাড়ু, উত্তরাখণ্ড,ওড়িষা, ঝাড়খণ্ড সহ দেশের সমস্ত রাজ্যেই ক্ষুব্ধ চিকিৎসক মহল আন্দোলনে সক্রিয়।
সোমবার ধর্মঘটের দিন সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত সমস্ত অপরিহার্য নয় এমন চিকিৎসা
পরিষেবা বন্ধ থাকবে।ওপিডি এবং (খুব জরুরি না হলে) অস্ত্রোপচার ও বন্ধ থাকবে।

দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসকদের সুরক্ষা ও নিরাপত্তা চেয়ে সুপ্রীমকোর্টে একটি মামলা দায়ের করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।