জেলা রাজ্য

মানুষের পাশে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি


মধুমিতা রায়: চিন্তন নিউজ:১৭ই জুন:- আজ নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম বর্ধমান জেলার হীরাপুর চক্র উপস্থিত হয়েছিলেন সুর্যনগর এলাকার তিনটি দূঃস্থ গ্রামে ও আরেকটি নিউটাউন সংলগ্ন সাঁরমাড়া গ্ৰামে, অসহায় মানুষের মধ্যে সাধ‍্যমত সাহায‍্যের হাত বাড়িয়ে দেবার জন্য।

সূর্যনগর সংলগ্ন গ্রাম তিনটি জঙ্গল দ্বারা বিচ্ছিন্ন । এ যেন বিচ্ছিন্ন দ্বীপ গা ছমছমে পরিবেশ নিয়ে দাঁড়িয়ে আছে বার্ণপুর শিল্পাঞ্চলেরই এক প্রান্তে। নিস্তব্ধতা আর হত দারিদ্র্যের ছাপ সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে । রুজি রুটির অভাবে মানুষের জীর্ণ দশা। কোভিড যেন মানুষ গুলোর মুখের গ্ৰাস শুধু নয় হাসি টুকুও কেঁড়ে নিয়েছে। এরকম পরিস্থিতিতে আরো অনেক বেশি করে মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছনোর প্রয়োজন। শিক্ষক সংগঠনের শিক্ষক রা ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে উপস্থিত হয়ে গিয়েছিলেন নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে মানুষের কাছে। উপস্থিত ছিলেন সভাপতি সুনীর্মল মুখোপাধ্যায়, সম্পাদিকা মধুমিতা রায় , জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তুষার গোস্বামী, স্বপন ঘটক সহ সার্কেল নেতৃত্ব সোমনাথ গোস্বামী, মীনা লাহিড়ী, আনন্দ চৌধুরী, নারায়ন চ‍্যাটার্জী, প্রশান্ত হেমব্রম , দিলীপ পাল , এলাকার গনতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব মিঠু সরকার ।

এছাড়াও এলাকার প্রাক্তন এবিপিটিএ নেতৃত্ব । সারমাড়া এলাকায় উপস্থিত ছিলেন ঐ এলাকার নেতৃত্ব স্বপন পাল । ওনার ঐকান্তিক সহযোগিতায় এখানে ত্রানকার্য সুসম্পন্ন করতে পারা যায়। আগামীতে আরো বেশী বেশী করে সাহায্য নিয়ে অসহায় দূঃস্থ মানুষের সাহায‍্যার্থে এগিয়ে আসার অঙ্গীকার রাখে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি র হীরাপুর চক্র। সকল শিক্ষকের মানবিক প্রচেষ্টা এই উদ্যোগ কে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণার মূল চাবিকাঠি। দুস্থ মানুষ গুলোর শুভেচ্ছা সংগঠকদের সেরা প্রাপ্তি ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।