দেশ রাজ্য শিক্ষা ও স্বাস্থ্য

আগামী ১৭ই জুন সারা দেশ ব্যাপী ডাক্তারদের ধর্মঘট, জানাল আই.এম.এ.


মীরা দাস, চিন্তন নিউজ, ১৫ জুন: সারা দেশে কলকাতার ডাক্তারদের বিক্ষোভের আঁচ পড়েছে। এই আন্দোলন আরও ব্যাপক আকার ধারণ করতে চলেছে। ধর্মঘটের ডাক দিল আই.এম.এ। ফলে রোগীদের ভোগান্তি আরও চরমে পৌঁছাতে চলেছে। এই আন্দোলন রাজ্য ছাড়িয়ে গোটা দেশে ছড়িয়ে পড়েছে। সারা দেশে সমস্ত আউটডোর বন্ধ থাকবে, ডাক্তারদের তরফে বলা হয়েছে ।
কলকাতায় এন.আর.এস. হাসপাতালে জুনিয়ার ডাক্তার পরিবহ মুখার্জী নিগ্রহ হয়েছিলেন রোগীর পরিবারের হাতে, তার জেরেই, এত বড় আন্দোলন সৃষ্টি হয়েছে।
এই প্রতিবাদের প্রভাব সারা দেশ ব্যাপি ছড়িয়ে পড়েছে। বিভিন্ন রাজ্যের ডাক্তাররা এই আন্দোলনে যুক্ত হয়েছেন। তাদের দাবি পর্যাপ্ত সুরক্ষা না পেলে চিকিৎসকরা পরিষেবা দেবে না বলে ঠিক করেছেন।
এর ফলে বহু হাসপাতালেই আউটডোর এবং জরুরী পরিষেবা কার্যত বন্ধ হবে। তবে এই আন্দোলনের বেশী প্রভাব পড়েছে দিল্লির এইমসে। আউটডোরের জরুরী পরিষেবা থেকে সমস্ত বিভাগে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।রাজধানীর যন্তর মন্তরে প্রতিবাদী মিছিল বার করা হয়। শেষ পর্যন্ত ১৭ই জুন গোটা দেশে ধর্মঘটের ডাক দিল ”ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন।”


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।