রাজ্য

বঞ্চনার অভিযোগে বিক্ষোভে সামিল পার্শ্বশিক্ষকগণ।


শাশ্বতী ঘোষাল: চিন্তন নিউজ:১৩ই নভেম্বর:–গত রবিবার (১০.১০.১৯) বিকাশ ভবনের ১০০ মিটার দূরে শর্তসাপেক্ষে অবস্থান বিক্ষোভ শুরু করার অনুমতি পান পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চ। বাকি শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে অনুমতি পাওয়া যায় সেন্ট্রাল পার্কের পাশে বিধানচন্দ্র রায়ের মূর্তির কাছে। সোমবার থেকে তারা সেখানে অবস্থান বিক্ষোভ শুরু করেন। পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা বিক্ষোভে সামিল হন।

তাদের অভিযোগ তাদের জন্য বরাদ্দ বেতন তারা পাচ্ছেন না। অথচ মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকে সেই বেতন কাঠামো দেখানো হচ্ছে। সল্টলেকের সেন্ট্রাল পার্কে বিক্ষোভ কর্মসূচীতে পার্শশিক্ষকদের অভিযোগ শিক্ষক দের বঞ্চিত করে কাটমানি বাবদ এই টাকা নিচ্ছেন রাজ্য সরকার।

পার্শ্বশিক্ষকদের দাবি , তাঁদের সমকাজে সমবেতন দিতে হবে। পূর্ণ সময়ের শিক্ষকদের মর্যাদা দিতে হবে। বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আজ তাঁরা বিক্ষোভে সামিল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।