নিউজডেস্ক, চিন্তন নিউজ, ১৬ জুন: মুন্ডা বিদ্রোহের নায়ক, স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার মূর্তি কেউ ভেঙে ফেলল রাঁচিতে। সমাধি স্থল রাঁচির কোকরা এলাকায় ডিস্টিলারি পুলের কাছে ছিল মুন্ডার পুর্নাবয়ব মূর্তি। শুক্রবার সকালে উঠে শহরবাসী দেখেন মূর্তির একটা হাত কেউ ভেঙে দিয়েছে। প্রতিবাদে গর্জে উঠে শহর বাসী। পরে বিশাল প্রতিবাদ মিছিল হয়। মিছিলে সিপিআই এম, সিপিআই সহ বামপন্থি সমর্থকরা এই মিছিল করে। ছিলেন সামাজিক সংগঠন এর প্রতিনিধিদল।
সি পি আই এম পার্টির ঝাড়খণ্ড রাজ্য সম্পাদক গোপীনাথ বকশি এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা করেন। পরে রাজ্যপালের কাছে ডেপুটেশন দেওয়া হয়। রাঁচিতে বিরসা মুন্ডার নামে আছে কেন্দ্রীয় কারাগার, রয়েছে বিরসা মুন্ডা আন্তর্জাতিক বিমান বন্দর।
ইংরেজদের বিরুদ্ধে মুন্ডা আওয়াজ তোলেন “”আবুয়া দিশোমরে আবুয়া রাজ “”….মানে আমাদের দেশে আমাদের রাজ। জল জঙ্গল জমিন রক্ষার লড়াই। ইংরেজদের বুকে কাঁপন ধরিয়েছিল এই স্লোগান। মাত্র ২৪ বছর বয়েসে ইংরেজ কারাগারে তার মৃত্যু হয়।। ঝাড়খণ্ড, বিহার, উডিষ্যা, ছত্রিশগড়, পশ্চিম বাংলার আদিবাসি সমাজের কাছে আজও বিরসা স্মরণীয়।