চিন্তন নিউজ:- ২রা জুন,২০১৯:-সূপর্ণা রায় :–ভয় কে জয় করুন। তথ্যনুসন্ধান এ দেখা গেছে আমাদের দেশ এ প্রায় ২০% জননকক্ষম নারী PCOS নামক সমস্যাতে আক্রান্ত।।। এই পলিসিস্টিক ওভারি সিনড্রোম একজন নারীর জীবনে নানা সমস্যা ডেকে আনে। এই রোগের বেশ কিছু চেনা লক্ষন আছে। প্রথমেই যা আসে তা হল পিরিয়ডস্ অনিয়মিত হওয়া বা একেবারেই না হওয়া। সারা গায়ে রোম বৃদ্ধি পায়। মাথার চুল পাতলা হয়ে যায়। ওজন বেড়ে যায় অস্বাভাবিক হারে।যখন তখন মুড সুইং করে, মানসিক অবসাদে ডুবে যাওয়া।।সবার মধ্যে সব লক্ষন দেখা না গেলেও অন্তত তিনটি মিললে সাবধান হতে হবে।। অস্বাভাবিক হরমোন লেভেলের জন্য এই সমস্যা হয়।এমনি তে এই সমস্যার কারণ বের করা যায় নি।তবে পরিবারে আগে কেউ যেমন মা….দিদিমার এই রোগ থাকলে সেটা পরের প্রজন্মে চলে আসতে পারে।। PCOS…..তে ইনসুলিন ক্ষরন হলেও শরীর সাড়া দেয় না।।তাই রক্তে গ্লুকোজ এর মাত্রা বাড়ে।।ফলে বাড়তে থাকে ওজন। PCOS হয়েছে কিনা তা বোঝার সহজ উপায় রক্ত পরীক্ষা।। আলট্রাসাউন্ড করালেও এটি ধরা পড়ে।এই রোগে বাড়তি ওজন থাকে তাই এই রোগ তার সঙ্গে নিয়ে আসে উচ্চ রক্তচাপ।। PCOS পুরোপুরি সারে না।নানারকম ওষুধ দিয়ে এই সমস্যার মোকাবিলা করা হয়।।। তবে আশার কথা এই যে আদর্শজীবন শৈলী মেনে চললে এই রোগ থেকে রেহায় পেতে পারেন সুষম আহার গ্রহন করুন।শাক ,ফল ,সব্জী বেশী করে খান। চিনি…..নুন….কফি….এড়িয়ে চলুন। আর সবথেকে বড় কথা ব্যায়াম। সপ্তাহে অন্তত চারদিন নিয়ম করে আধঘন্টা ব্যায়াম করতে হবে।।মনে রাখতে হবে কিছুতেই ওজন বাড়তে দেওয়া যাবে না।
Related Articles
করোনার বিষয় আশয়(১২)
রঘুনাথ ভট্টাচার্য্য: চিন্তন নিউজ:২৬শে জুন:– করোনা আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে কৃতকার্য রাজ্য কেরলের বাম গণতান্ত্রিক সরকারের পরিকল্পিত সাফল্য আজ সারা পৃথিবীর আলোচনা ও পর্যবেক্ষণের বিষয় হয়ে উঠেছে। এই লড়াই সুষ্ঠুভাবে পরিচালনা করছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা। তাঁর সাফল্যমন্ডিত কর্মপদ্ধতি, যা তাঁকে ও তাঁর রাজ্যের মানুষ তথা উদ্যমী কর্মীবৃন্দকে ভীষণ- করোনা জয়ের দরজায় এনে পৌঁছে দিয়েছে […]
স্মৃতিভ্রংশ – এক অসহায়তার নাম
সুপর্ণা রায়, চিন্তন নিউজ, ২৬ সেপ্টেম্বর: যাদের উচ্চরক্তচাপ আছে বহুদিন ধরে তাদের মধ্যবয়সে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেন ডাক্তারবাবুরা। গবেষকদের মতে এই উচ্চরক্তচাপ যেমন মৃত্যুর কারন হতে পারে তেমন অপরদিকে তা স্মৃতিভ্রংশ ঘটাতে পারে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষক তথা ভাসকুলার নিউরোলজিস্ট শ্যাম প্রভাকরনের মতে হাইপারটেনশনে ভুগছেন এমন মানুষের সংখ্যা দিনদিন বাড়ছে। এর সাথে বেড়ে চলেছে স্মৃতিভ্রংশ […]
আজ চন্দ্রগ্রহণ, দেখা যাবে ভারতের আকাশে
নিউজডেস্ক, চিন্তন নিউজ, ১৬ জুলাই: আরও এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে ভারত। আজ মঙ্গলবার গোটা দেশজুড়ে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। অর্থাৎ, ওই সময়ে চাঁদ, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় চলে আসার ফলে ঢাকা পড়ে যাবে চাঁদ। ভোর ৬টায় মিলিয়ে যাবে দিনের আলোয়। এই সময়ের মধ্যেই হবে গ্রহণ। চাঁদ সম্পূর্ণ অন্ধকারে ডুবে যাবে। জানা যাচ্ছে, […]