চিন্তন নিউজ:- ২রা জুন,২০১৯:-সূপর্ণা রায় :–ভয় কে জয় করুন। তথ্যনুসন্ধান এ দেখা গেছে আমাদের দেশ এ প্রায় ২০% জননকক্ষম নারী PCOS নামক সমস্যাতে আক্রান্ত।।। এই পলিসিস্টিক ওভারি সিনড্রোম একজন নারীর জীবনে নানা সমস্যা ডেকে আনে। এই রোগের বেশ কিছু চেনা লক্ষন আছে। প্রথমেই যা আসে তা হল পিরিয়ডস্ অনিয়মিত হওয়া বা একেবারেই না হওয়া। সারা গায়ে রোম বৃদ্ধি পায়। মাথার চুল পাতলা হয়ে যায়। ওজন বেড়ে যায় অস্বাভাবিক হারে।যখন তখন মুড সুইং করে, মানসিক অবসাদে ডুবে যাওয়া।।সবার মধ্যে সব লক্ষন দেখা না গেলেও অন্তত তিনটি মিললে সাবধান হতে হবে।। অস্বাভাবিক হরমোন লেভেলের জন্য এই সমস্যা হয়।এমনি তে এই সমস্যার কারণ বের করা যায় নি।তবে পরিবারে আগে কেউ যেমন মা….দিদিমার এই রোগ থাকলে সেটা পরের প্রজন্মে চলে আসতে পারে।। PCOS…..তে ইনসুলিন ক্ষরন হলেও শরীর সাড়া দেয় না।।তাই রক্তে গ্লুকোজ এর মাত্রা বাড়ে।।ফলে বাড়তে থাকে ওজন। PCOS হয়েছে কিনা তা বোঝার সহজ উপায় রক্ত পরীক্ষা।। আলট্রাসাউন্ড করালেও এটি ধরা পড়ে।এই রোগে বাড়তি ওজন থাকে তাই এই রোগ তার সঙ্গে নিয়ে আসে উচ্চ রক্তচাপ।। PCOS পুরোপুরি সারে না।নানারকম ওষুধ দিয়ে এই সমস্যার মোকাবিলা করা হয়।।। তবে আশার কথা এই যে আদর্শজীবন শৈলী মেনে চললে এই রোগ থেকে রেহায় পেতে পারেন সুষম আহার গ্রহন করুন।শাক ,ফল ,সব্জী বেশী করে খান। চিনি…..নুন….কফি….এড়িয়ে চলুন। আর সবথেকে বড় কথা ব্যায়াম। সপ্তাহে অন্তত চারদিন নিয়ম করে আধঘন্টা ব্যায়াম করতে হবে।।মনে রাখতে হবে কিছুতেই ওজন বাড়তে দেওয়া যাবে না।
Related Articles
আসানসোলে জল সংরক্ষন করছে “বৃষ্টিবাড়ী”
মীরা দাস, চিন্তন নিউজ, ২৮ জুলাই: আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক অভিজিৎ দেবনাথ তৈরী করেছেন এক বৃষ্টিবাড়ী। শহরের রাস্তায় তিনি পোস্টার নিয়ে জল সঞ্চয় কিভাবে করতে হবে তার প্রচার করতে নেমেছিলেন। কিন্তু শহরের মানুষ তেমন উৎসাহ দেখাননি। কিন্তু পলাশডিহা গ্রামের মানুষ উৎসাহ দেখিয়ে এগিয়ে এসেছেন। তিনি নিজের খরচে গ্রামে বৃষ্টির জল সংরক্ষনের জন্য রেন ওয়াটার হারভেস্টিং […]
মুখ্যমন্ত্রীর ভড়ং, বিপদে চিকিৎসকরা
সুপর্ণা রায়, চিন্তন নিউজ, ১৩ জুন: কেন রোগীমৃত্যু ঘটছে সেটা জানতে পারছে না রোগীর পরিজনরা। আর তার উত্তর না পেয়ে তারা চড়াও হচ্ছে ডাক্তারদের উপর। এই অব্যবস্থাটা সাধারন মানুষ এখন তেমন ভাবে বুঝতে পারছে না। কিন্তু ডাক্তাররা ভালভাবেই বুঝতে পারছেন। তাই এন.আর.এস এ বিক্ষোভরত ডাক্তাররা সরাসরি স্বাস্থ্য প্রতিমন্ত্রি চন্দ্রিমা ভট্টাচার্যকে মুখের উপর বলে উঠেন “আপনার […]
মুর্শিদাবাদে মেডিকেল কলেজে মৃত এক, জেলায় করোনা’আতঙ্ক।
নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:৮ই মার্চ:–করোনা’ভাইরাস ঢুকে গেল মুর্শিদাবাদে,সৌদি আরব থেকে মুর্শিদাবাদে ফেরা এক যুবকের মৃত্যু হয়েছে আজ রবিবার। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের আইসোলেশন ওয়ার্ডে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে ভরতি করা হয়েছিল তাঁকে। জানা গিয়েছে, প্রায় ৫ বছর ধরে সৌদিতে ছিলেন ওই যুবক। সম্প্রতি মুর্শিদাবাদে ফেরেন তিনি। এরপর থেকেই তাঁর জ্বর ও শ্বাসকষ্ট শুরু হয়। সেইসঙ্গে রক্তে শর্করার […]