বিজ্ঞান ও প্রযুক্তি

পৃথিবীকে ধ্বংস করতে ধেয়ে আসছে ভয়ংকর উল্কা!!!!


চিন্তন নিউজ : ২রা জুন,২০১৯:–মল্লিকা গাঙ্গুলি:— পৃথিবীকে ধ্বংস করতে নাকি তীব্র গতিতে ধেয়ে আসছে এক ভয়ংকর উল্কা পিন্ড। বিজ্ঞানের বিস্ময়কর অগ্রগতি আগাম জানান দিয়েছিল আগামী আট বছরের মধ্যেই এক বিধ্বংসী উল্কাপিণ্ড প্রচন্ড গতিতে আছড়ে পড়তে চলেছে পৃথিবীর বুকে, যার আঘাতে গোটা পৃথিবী বিনাশ হয়ে যেতে পারে। এই বিষয়ে নাসার “সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট” (CENTRE FOR NEAR EARTH OBJECT) শাখার ম্যানেজার পল চোডসই এর তত্ত্বাবধানে শুরু হয় গবেষণা, পল এবং তার সঙ্গীরা এই পৃথিবী খেকো উল্কাটির নাম দেন 2019PDC সারা বিশ্বে এই খবর হৈ চৈ ফেলে দেয়। এক অজানা আতঙ্কে বিশ্ববাসী হা হুতাশ করতে শুরু করে, এই বিপুলা সুন্দরী বিশ্ব কি তবে শেষ প্রহরের অপেক্ষায়!! আট বছর নয়, অতি সম্প্রতি নাকি উল্কা রাক্ষস আছড়ে পড়তে চলেছে? অবশেষে বহু গবেষণা শেষে বিজ্ঞানীরা আশ্বাস দিতে পেরেছেন, এই উল্কাপিণ্ড টির আছড়ে পড়া অনিশ্চিত, না পড়তে ও পারে, আর তা পড়লেও পৃথিবীর যে অংশে পড়বে সেই একটি অংশ ই ক্ষতিগ্রস্ত হবে। নাসার বিজ্ঞানীরা যেমন আগাম দুঃসংবাদ দিয়ে ধরনীকে আতঙ্কিত করেছিলেন, আবার তারাই গবেষণা করে ভবিষ্যত বার্তা দিয়ে মানুষকে আশ্বস্ত ও করেছেন। এখানেই বিজ্ঞানী এবং বিজ্ঞানের জয়।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।