চিন্তন নিউজ : ২রা জুন,২০১৯:–মল্লিকা গাঙ্গুলি:— পৃথিবীকে ধ্বংস করতে নাকি তীব্র গতিতে ধেয়ে আসছে এক ভয়ংকর উল্কা পিন্ড। বিজ্ঞানের বিস্ময়কর অগ্রগতি আগাম জানান দিয়েছিল আগামী আট বছরের মধ্যেই এক বিধ্বংসী উল্কাপিণ্ড প্রচন্ড গতিতে আছড়ে পড়তে চলেছে পৃথিবীর বুকে, যার আঘাতে গোটা পৃথিবী বিনাশ হয়ে যেতে পারে। এই বিষয়ে নাসার “সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট” (CENTRE FOR NEAR EARTH OBJECT) শাখার ম্যানেজার পল চোডসই এর তত্ত্বাবধানে শুরু হয় গবেষণা, পল এবং তার সঙ্গীরা এই পৃথিবী খেকো উল্কাটির নাম দেন 2019PDC সারা বিশ্বে এই খবর হৈ চৈ ফেলে দেয়। এক অজানা আতঙ্কে বিশ্ববাসী হা হুতাশ করতে শুরু করে, এই বিপুলা সুন্দরী বিশ্ব কি তবে শেষ প্রহরের অপেক্ষায়!! আট বছর নয়, অতি সম্প্রতি নাকি উল্কা রাক্ষস আছড়ে পড়তে চলেছে? অবশেষে বহু গবেষণা শেষে বিজ্ঞানীরা আশ্বাস দিতে পেরেছেন, এই উল্কাপিণ্ড টির আছড়ে পড়া অনিশ্চিত, না পড়তে ও পারে, আর তা পড়লেও পৃথিবীর যে অংশে পড়বে সেই একটি অংশ ই ক্ষতিগ্রস্ত হবে। নাসার বিজ্ঞানীরা যেমন আগাম দুঃসংবাদ দিয়ে ধরনীকে আতঙ্কিত করেছিলেন, আবার তারাই গবেষণা করে ভবিষ্যত বার্তা দিয়ে মানুষকে আশ্বস্ত ও করেছেন। এখানেই বিজ্ঞানী এবং বিজ্ঞানের জয়।।
Related Articles
প্রসঙ্গ:-বিশ্ব কিডনি দিবস-
চিন্তন-প্রতিবেদন-ডা:স্বপ্না চট্টরাজ- গত ১০মার্চ বৃহস্পতিবার, পালিত হলো এবছরের বিশ্ব কিডনি দিবস। কিডনি মানুষের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। শিশু থেকে বৃদ্ধ সকলের ক্ষেত্রেই সুস্থ কিডনির গুরুত্ব অপরিসীম। কিডনির রোগ সম্পর্কে জনসচেতনতা তৈরি করাই এই দিবসটির মূল লক্ষ্য। আন্তর্জাতিক কিডনি ফাউন্ডেশন ফেডারেশন এবং আন্তর্জাতিক নেফ্রোলজি সোসাইটির উদ্যোগে ২০০৬সালের পর থেকে প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে এই […]
রটনাকে মিথ্যা প্রমাণ করে বিজ্ঞান মনস্কতার জয় ঘোষিত হলো_—বেগুনকোদরে।
শাশ্বতী ঘোষাল: চিন্তন নিউজ:২৮শে অক্টোবর:- ভূত চতুর্দশীতে বেগুনকোদরে ভূতের দেখা পাওয়া গেল না। রটনাকে মিথ্যা প্রমাণ করে বিজ্ঞান মনস্কতার জয় ঘোষিত হ’ল। বেগুনকোদরে এবারও ভূতের দেখা পাওয়া গেল না। এক শ্রেণীর স্বার্থান্বেষী মানুষের অভিসন্ধিমূলক রটনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ প্রমাণ করে দিল ভূত বলে আসলে কিছুই নেই । পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের গা ঘেঁষে […]
বেগমপুরে ত্রাণ বন্টন ও সচেতনতা কর্মসূচী
সন্দীপ সিনহা: চিন্তন নিউজ:২৪শে এপ্রিল:– করোনা ভাইরাসে কাবু যখন সারা বিশ্ব-এই দেশ, এই রাজ্যও, যখন এর থেকে নিস্তার পায়নি; তখন হুগলী জেলার চন্ডীতলা ২ নং ব্লকের অর্ন্তগত বেগমপুর গ্রামের মানুষের মধ্যেও আতঙ্কের ছায়া। একদিকে দীর্ঘ একমাসেরও বেশি সময় ধরে লকডাউনের কারণে এই গ্রামের অনেক সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষেরা বিপদে পড়েছে; পাশাপাশি বহু মানুষের […]