দেশ

প্রথমে কৃষক মারা কৃষি বিল পাশ , তারপর কৃষকদরদীর মুখোশ!


সূপর্ণা রায়:চিন্তন নিউজ:- ২২শে সেপ্টেম্বর:- গত রবিবার সংসদের উচ্চকক্ষে গায়ের জোরে সাংসদদের ভোটের অধিকার হরণ করে দুটি কৃষি বিল ধ্বনি ভোটে পাশ করানোর অভিযোগে শাসক দলের বিরুদ্ধে বিরোধী দলগুলি সোচ্চার। বিরোধী দলের অভিযোগ কৃষি ব্যবস্থাকে কর্পোরেট লবির হাতে সমর্পন করে কৃষকদের আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।এর প্রতিবাদে সারাদেশে চলছে বিক্ষোভ সমাবেশ। আগামী ২৫ শে সেপ্টেম্বর ভারতের কৃষক সংগঠনগুলি যৌথভাবে ভারত বন্ধের আহ্বান জানিয়েছে। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো এই কৃষিবিলের প্রতিবাদে কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে। আর এই বিক্ষোভ আবহে মোদী সরকার গম সহ ছটি রবিশস্যের নূন্যতম সহায়ক মূল্য বাড়িয়ে দিয়ে কৃষক দরদী সেজে আন্দোলনকে মোকাবিলা করতে চাইছে।

এই প্রসঙ্গে সিপিআইএম অভিযোগ করে কৃষি বিলে কৃষি ফসলের নূন্যতম সহায়ক মূল্য দেবার বাধ্যতামূলক এমন ব্যবস্থা নেই। আজকে কৃষকদের রনংদেহী মুর্তি দেখে ফসলের সহায়ক মূল্য কিছুটা বাড়িয়ে আন্দোলন থামাতে চাইলেও কৃষকরা ভালো করেই জানেন এই বিল আইনে পরিণত হলে তাদের শোচনীয় অবস্থা হবে। তাই তাঁরা আন্দোলনের পথ থেকে পিছিয়ে আসতে রাজি নয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।