নিউজডেস্ক, চিন্তন নিউজ, ১২ এপ্রিল: অন্তর্বর্তীকালীন আদেশে সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ডের ওপর কোনো বিধি নিষেধ আরোপ না করলেও সমস্ত রাজনৈতিক দলগুলির কাছে তাদের নির্বাচনী তহবিল সম্পর্কিত যাবতীয় তথ্য চাইলেন।
নির্বাচনী বন্ড মারফত কত চাঁদা এল, কে কে চাঁদা দিল, প্রত্যেক বন্ডে কত টাকা এসেছে, এই বিষয়ে যাবতীয় তথ্য সব রাজনৈতিক দলগুলোর কাছে জানতে চেয়েছে কোর্ট। ১৫ মে পর্যন্ত যত চাঁদা আসবে তার সমস্ত তথ্য সিল করা খামে ভরে ৩০ মে’র মধ্যে নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হবে।
অর্থমন্ত্রককে দেওয়া এক আদেশনামায় সুপ্রিম কোর্ট বলেছে মন্ত্রক যেন তাদের নোটিফিকেশন সংশোধন করে, এবং বন্ড কেনার জন্য অতিরিক্ত যে পাঁচদিন সময় দিয়েছিল তা তুলে নেয়। এটর্নি জেনারেল কে কে বেনুগোপাল কোর্টকে এই নির্বাচনী বন্ডের বিষয়ে হস্তক্ষেপ না করার আবেদন জানান।
এর মধ্যেই নির্বাচনী বন্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া আসতে শুরু করে। এক টুইটার টুইট করেন, “মোট নির্বাচনী বন্ডের ৯০% বিজেপির খাতায় গেছে। বাকিটা মনে হয় কংগ্রেস পেয়েছে।” অন্য একজন টুইট করেছেন, “নির্বাচনী বন্ড ভারতীয় গণতন্ত্রের গালে এক বড় থাপ্পড়।”
এই অবস্থায় সুপ্রিম কোর্ট সমস্ত রাজনৈতিক দলগুলির কাছে তাদের নির্বাচনী তহবিল সম্পর্কিত যাবতীয় তথ্য চাইলেন।