রাজ্য

বিজেপির দাবি খারিজ করল নির্বাচন কমিশন


নিউজডেস্ক, চিন্তন নিউজ, ১৩ এপ্রিল: প্রথম দফা নির্বাচনের পর রাজ্যের দুটি আসনের ভোটে সন্তুষ্ট নির্বাচন কমিশন এবং এই রাজ্যের নির্বাচনী পর্যবেক্ষক। কিন্তু অবাধ ছাপ্পা, রিগিং আর সন্ত্রাসের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গে তিনশোরও বেশি বুথে আবার ভোট গ্রহণের দাবি তোলে বিজেপি। এই দাবিতে শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের মেঝেতে ধরনে বসেন মুকুল রায় সহ রাজ্য বিজেপির নেতারা। যদিও দিনের শেষে গেরুয়া শিবিরের সব অভিযোগ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন।
পুনর্নির্বাচনের প্রশ্নে কমিশন জানান শুধুমাত্র শীতলকুচির ১৮১ নম্বর বুথে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে ওই বুথের ই.ভি.এম-এ মক পোলের ভোটগুলিও থেকে গেছিল। তাই সেখানে পুনরায় ভোট গ্রহণের সুপারিশ করেছিলেন ওই রিটার্নিং অফিসার। সেইমত ওই বুথে ফের ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।