জেলা রাজ্য

লকডাউনে রক্তের সংকট মেটাতে রক্তদান কর্মসূচি-সিপিআইএম



মৈনাখ ব্যানার্জি : রাজ্যের রক্ত সংকটে পাশে দাঁড়ালো সি পি আই(এম) মগড়া – দিগসুই – সপ্তগ্রাম এরিয়া কমিটি। এরিয়া কমিটির পক্ষ থেকে রক্তদান কর্মসূচি নেওয়া হয় আজ। এই রক্তদান কর্মসূচিতে ৫০ জন স্বেচ্ছায় রক্ত দেন।

এই কর্মসূচি উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক আশুতোষ মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন সি পি এই(এম) জেলা কমিটির সদস্য সৈকত সোঁ, এরিয়া কমিটির সম্পাদক বাবলু ঘোষ, পরমজ্যোতি ব্যানার্জি সহ আরো অনেকে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।