সুশান্ত বিশ্বাস: চিন্তন নিউজ:৩রা জুন:– লকডাউন আরও এক সমস্যার সম্মুখীন করেছে।। কাজ হারিয়ে পরিযায়ী শ্রমিকরা অনাহারে, ক্লান্ত, পরিশ্রান্ত হয়ে কিছু শ্রমিক ফিরেছেন নিজের জায়গায়। আছেন কোয়ারেনটাইন সেন্টারে। কেমন আছেন তাঁরা?? তাঁদের পাশে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি।
নিখিলবঙ্গ শিক্ষক সমিতি (ABTA) গঙ্গারামপুর মহকুমা শাখার উদ্যোগে আজ বংশীহারি ব্লকের অন্তর্গত বেলপুকুর হাই মাদ্রাসা, চন্ডীপুর প্রাথমিক বিদ্যালয় ও এলাহাবাদ হাই মাদ্রাসা কোয়ারইন্টিনে অবস্থানরত শ্রমিক বন্ধুদের মধ্যন্যকালীন আহার সামগ্রী বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন মহকুমা সম্পাদক কমরেড কল্লোল রায়।সভাপতি কমরেড আশরাফ আলি,মহেশ রবিদাস সহ অন্যান্য শিক্ষক নেতৃত্বগণ।.