রাজ্য

মানুষের অসুবিধায় মানুষের পাশে


দেবু রায়: চিন্তন নিউজ:৩রা জুন:- প্রায় নয় বছর দলটা সরকারে নেই। ভোটের নিরিখে জনসমর্থন‌ও তলানিতে। তাতে কি? মানুষের প্রতি দায়বদ্ধতায় তারা সবার আগে। সরকার যখন করোনা বিধ্বস্ত মানুষের পাশে থাকার বদলে প্রায় হাত তুলে নিয়েছে, তখন সাত পারসেন্ট’র দলটা কার ঘরে খাবার জোটে নি, কোন বয়স্ক মানুষটার কাছে ওষুধ পৌছে দেওয়া দরকার, কোন পরিবারের ছোট শিশুর খাবার নেই, করোনা বিধ্বস্ত সমস্ত মানুষের জন্য আর্থিক সহায়তার দাবীতে এবং পরিযায়ী শ্রমিকদের কিভাবে ফিরিয়ে আনা যায়… এই নিয়েই ব্যস্ত।সারা বাংলা জুড়েই বামেদের এই কর্মকান্ড চলছে।

সিপিআই(এম) যাদবপুর পূর্ব এরিয়া কমিটির অন্তর্গত নীলাচল শাখাও এই কাজে পিছিয়ে নেই, এর আগে দু-দফায় প্রায় ৭০০পরিবারে খাদ্যসামগ্রী শাখা অঞ্চলের দরিদ্র এবং নিম্নমধ্যবিত্ত মানুষের বাড়ি বাড়ি আমাদের কমরেডরা পৌছে দিয়েছে…

আজ সকালে তৃতীয় দফার চতুর্থ তথা শেষ দিনে ১২০টি পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌছে দিলো দলীয় কর্মীরা। তৃতীয় দফার প্রায় ৩৫০টি পরিবারের ঘরে খাদ্যসামগ্রী পৌছে দিতে সক্ষম হলাম।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।