নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:১১ই জানুয়ারি:—এনআরসি, এনপিআর, সিএএ নিয়ে বর্তমানে সারাদেশ উত্তাল। কেন্দ্র সরকারের আনা এই বিলের বিরোধিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ অগণিত সাধারণ মানুষ। দেশের নাগরিকত্ব সংশোধনী আইন এমন এক স্পর্শকাতর, বিতর্কিত এবং বিভাজনের আইন। এই আইন দেশের মানুষ মেনে নেবেন না বলে প্রতিদিন, প্রতিমূহুর্তে বিদ্রোহ সংগঠিত হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। বিভিন্ন রাজনৈতিক দল, ১০টি রাজ্য জানিয়ে দিয়েছে এই আইন(সিএএ) মানবে না।
এদিকে রেনকে কমিশন একটি চাঞ্চল্যকর রিপোর্ট এনেছে। তা়ঁদের দাবি, তাঁদের সমীক্ষা বলছে—যে সমস্ত উপজাতিরা নথিভুক্ত নয়, তারা যে কোনো সময় এই ইস্যুতে বিপাকে পড়তে পারেন।
রেনকে কমিশন আরও জানিয়েছেন প্রায় ৯৮ শতাংশ নথীবিহীন উপজাতীর মানুষের কোনো জমি নেই। ৭০শতাংশের বেশী মানুষের কোন ঠিকানা নেই।
রেনকে প্রশ্ন তুলেছেন কোথায় যাবে এই নথিবিহীনন উপজাতিরা। তাদের ঠিকানা সম্প্রতি হারিয়ে এনআরসি হ’লে কোথায় যাবেন তাঁরা? ১৩৪কোটির দেশে এই উপজাতিরা কি নিজেদের অস্তিত্ব, চিহ্ন হারিয়ে ফেলবে? অর্থাভাবে, শিক্ষায় এগোতে পারেনি, শিক্ষা কম থাকায় চাকরি পাইনি। কি হবে ? এই প্রশ্ন প্রতিধ্বনিত হচ্ছে আদিবাসীরাই নথির অভাবে দেশে থাকতে পারবে না ?