জেলা

দক্ষিন চব্বিশ পরগনার টুকরো খবর


চিন্তন নিউজ:৩ রা অক্টোবর:- বারুইপুর পূর্ব থেকে সুচরিতা বসু জানাচ্ছেন আজ ৩রা অক্টোবর বারুইপুর পূর্ব বিধানসভার উত্তর ভাগ বাজারে সিপিআই(এম)এর পক্ষ থেকে কেন্দ্রের কৃষক মারা আইন এর প্রতিবাদে পথসভা অনুষ্ঠিত হয় । সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সারা দেশ ব্যাপী এই কর্পোরেট স্বার্থবাহী কৃষি আইনে বিরুদ্ধে জনগনকে প্রতিবাদ- প্রতিরোধ আন্দোলনে সংগঠিত হওয়ার আহ্বান করে । পথসভায় সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, তুষার ঘোষ ও দক্ষিন চব্বিশ পরগনার টুকরো খবর

বারুইপুর পূর্ব থেকে সুচরিতা বসু জানাচ্ছেন আজ ৩রা অক্টোবর বারুইপুর পূর্ব বিধানসভার উত্তর ভাগ বাজারে সিপিআই(এম) এর পক্ষ থেকে কেন্দ্রের কৃষক মারা আইন এর প্রতিবাদে পথসভা অনুষ্ঠিত হয় । সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সারা দেশ ব্যাপী এই কর্পোরেট স্বার্থবাহী কৃষি আইনে বিরুদ্ধে জনগন কে প্রতিবাদ- প্রতিরোধ আন্দোলনে সংগঠিত হওয়ার আহ্বান করে । পথসভায় সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, তুষার ঘোষ ও অন্ন্যানো নেতৃত্ববর্গ কেন্দ্রের ও রাজ্যের সরকারের কৃষক বিরোধী নীতি ও কার্যকলাপ মানুষের কাছে তুলে ধরেন । বহু সংখ্যক বাম কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন ।

অন্যদিকে সুচরিতা বসু আরও জানাচ্ছেন আজ বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকার বারুইপুর রাজপথে সময় সিপিআই(এম) বারুইপুর পশ্চিম এরিয়া কমিটির পক্ষ থেকে উত্তর প্রদেশের নারকীয় নারী নির্যাতন এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সংগঠিত হয় ।
উল্লেখ্য উত্তর প্রদেশের হাথরসে মনীষা বাল্মীকি যিনি দলিত সম্প্রদায়ভুক্ত ১৯ বছরের তরুণী ছিলেন । আদিম -হিংস্র মানসিকতায় চার উচ্চ বর্ণের তরুণ অত্যাচার করে জিভ কেটে ও মেরুদন্ড ভেঙে দেয় । হাসপাতাল এ ১৪ দিন মৃত্যুর সাথে লড়াই করে হেরে জান । উত্তর প্রদেশের নারী বিদ্বেষী ও জাতি বিদ্বেষী ফ্যাসিবাদী কায়দায় প্রমান লোপাট করার উদ্দেশ্য পরিবার কে আটকে রেখে মরদেহ পুড়িয়ে দেয় । সারা দেশ ব্যাপী বামপন্থী ছাত্র যুব ও বিরোধী দলের কর্মী সমর্থক রা এই নারকীয় কার্যকলাপ এর বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ করেন । এদিনের মিছিলে সেই আন্দোলন কে সংহতি জানান হয় ।
মিছিল বারুইপুর এর বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে ।ব্যাপক সংখ্যায় মানুষ অংশগ্রহণ করেন । নেতৃত্ববর্গ কেন্দ্রের ও রাজ্যের সরকারের কৃষক বিরোধী নীতি ও কার্যকলাপ মানুষের কাছে তুলে ধরেন। বহু সংখ্যক বাম কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন ।

অন্যদিকে সুচরিতা বসু আরও জানাচ্ছেন আজ বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকার বারুইপুর রাজপথে সিপিআই(এম) বারুইপুর পশ্চিম এরিয়া কমিটির পক্ষ থেকে উত্তর প্রদেশের নারকীয় নারী নির্যাতন এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সংগঠিত হয় lউল্লেখ্য উত্তর প্রদেশের হাথরসে মনীষা বাল্মীকি যিনি দলিত সম্প্রদায়ভুক্ত ১৯ বছরের তরুণী ছিলেন। আদিম -হিংস্র মানসিকতায় চার উচ্চ বর্ণের তরুণ অত্যাচার করে জিভ কেটে ও মেরুদন্ড ভেঙে দেয়। হাসপাতাল এ ১৪ দিন মৃত্যুর সাথে লড়াই করে হেরে জান । উত্তর প্রদেশের নারী বিদ্বেষী ও জাতি বিদ্বেষী ফ্যাসিবাদী কায়দায় প্রমান লোপাট করার উদ্দেশ্য পরিবার কে আটকে রেখে মরদেহ পুড়িয়ে দেয় । সারা দেশ ব্যাপী বামপন্থী ছাত্র যুব ও বিরোধী দলের কর্মী সমর্থক রা এই নারকীয় কার্যকলাপ এর বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ করেন । এদিনের মিছিলে সেই আন্দোলনকে সংহতি জানান হয় ।
মিছিল বারুইপুর এর বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে । ব্যাপক সংখ্যায় মানুষ অংশগ্রহণ করেন ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।