রাজ্য

অস্ত্র হাতে মিছিল দিলীপ ঘোষের


নিউজডেস্ক, চিন্তন নিউজ, ১৩ এপ্রিল: আজ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে রামনবমী উপলক্ষে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অস্ত্র মিছিল করেন। তাঁর হাতে তলোয়ার ও তীর ধনুক দেখা যায়।
লোকসভা ভোটের প্রথম দফা শেষ, দ্বিতীয় দফার ভোট আসন্ন। এই সময় নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা ছিল এই অস্ত্র মিছিলের ওপর। তা সত্ত্বেও নির্বাচন কমিশনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মহা সমারোহে অস্ত্র মিছিল করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এই বিধিনিষেধ উপেক্ষা করলেন কেন –সংবাদমাধ্যমের প্রতিনিধি এই প্রশ্ন করলে দিলীপ ঘোষ বলেন –মা, বোনদের সম্মান রক্ষা করতে এই অস্ত্র ধরতে হয়, যাঁরা অস্ত্র হাতে নিতে নিষেধ করেন তাঁরা কাপুরুষ। তিনি আরও বলেন –এই অস্ত্র নিয়েই খড়গপুরকে শান্ত রেখেছেন, এবং মা দুর্গা, মা কালির হাতেও তো অস্ত্র থাকে।
নির্বাচনী বিধিভঙ্গের কি ব্যবস্থা নির্বাচন কমিশন নেন সেটাই দেখার। তবে শুধু খড়গপুরে নয়, এদিন আসানসোল, কলকাতা সহ বিভিন্ন জায়গায় বিজেপির নেতৃত্বে রামনবমীর শোভাযাত্রা, অস্ত্রমিছিল হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।