রণদীপ মিত্র, চিন্তন নিউজ, ১৩ এপ্রিল: নগদ টাকার টোপ দিয়েই কি তৃণমূলের সভায় আনা হয়েছিল গ্রামবাসীদের? গত শুক্রবার অনুব্রত মণ্ডলের সভা শেষে সভাস্থলে এক তৃণমূল নেতার প্রকাশ্যে টাকা বিলি ইঙ্গিত করেছে তেমনই। ভাইরাল হওয়া এক ভিডিওতে প্রকাশ্যে সভাস্থলে টাকা বিলি করতে দেখা গেছে তৃণমূলের বোলপুর লাগোয়া শিঙ্গি অঞ্চল সভাপতি অপূর্ব চক্রবর্তীকে। এই নিয়ে চরম বিতর্ক দাঁনা বেঁধেছে। ওই তৃণমূল নেতার অবশ্য দাবি, তিনি সভায় আসা কর্মীদের গাড়ি ভাড়া দিয়েছেন। এই প্রসঙ্গে বিরোধীদের অভিযোগ, “ভোট কেনার জন্যই টাকা বিলি করছিলেন ওই তৃণমূল নেতা। কমিশনের উচিত তাকে অবিলম্বে গ্রেপ্তার করা।” শুক্রবার বোলপুরের শিঙ্গি গ্রামের ফুটবল মাঠে সভা ছিল তৃণমূলের। সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব। সভা শেষে দেখা গেছে সভাস্থল থেকে কর্মীদের ও আদিবাসী মহিলাদের টাকা দিচ্ছেন শিঙ্গি অঞ্চলের দলের সভাপতি অপূর্ব চক্রবর্তী। একটি ভিডিওতে তাঁকে স্পষ্ট টাকা দিতে দেখা যাচ্ছে৷ নির্বাচন ঘোষণার পর এভাবে দলীয় সভাস্থল থেকে টাকা বিলি করা আদর্শ নির্বাচন বিধির বিরুদ্ধ। এই নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিরোধীরা বলে জানা গেছে।
Related Articles
রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস
নিউজডেস্ক, চিন্তন নিউজ, ৫ জুন: আজ বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হ’ল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মুর্শিদাবাদ জেলার উদ্যোগে। একটি শোভাযাত্রা -Y.M.A মাঠ থেকে স্বর্ণময়ী বাজার যায়। স্বর্ণময়ী বাজার পথসভার মধ্য দিয়ে শেষ হয়। এবারে পরিবেশ দিবস এর থিম ছিল বায়ু দূষণ। সভায় বক্তব্য রাখেন সজল বিশ্বাস, তপন সামন্ত, শিল্পী সেন, পুষ্পক পাল এবং সভাপতিত্ব করেন […]
হুগলী চুচুড়ার আইকনিক ঘড়ির মোড়ের ক্লকটাওয়ারের ইতিহাস::–
রত্না দাস: চিন্তন নিউজ:২৫ শে অক্টোবর:–ঘড়ির মোড় ::—হুগলী চুচুড়ার আইকনিক ঘড়ির মোড়ের ক্লকটাওয়ারের ইতিহাস::–( Edwardin clock Tower of chinsurah ) চুঁচুড়া- হুগলী জেলার একটি প্রধান শহর। এই শহরটি গঙ্গার পশ্চিম পাড়ে অবস্থিত। এই চুঁচুড়া শহরের কেন্দ্রস্থলে চারমাথা মোড়ে রয়েছে “এডওয়ার্ডডিন ক্লক টাওয়ার”। যার স্থানীয় নাম ঘড়ির মোড়।চুচুড়ার শতাব্দী প্রাচীনএই স্তম্ভঘড়িটি বৃটিশরা স্থাপন করেন। রাজা সপ্তম […]
ঐতিহ্যের ৮৪ উত্তরাধিকারের ৫০
গৌতম প্রামানিক: চিন্তন নিউজ:২৮শে ডিসেম্বর:- ছাত্র আন্দোলনের শুরুর ঐতিহ্যকে বহন করে ১৯৭০ সালে মতাদর্শগতভাবে “ভারতের ছাত্র ফেডারেশন”-র লড়াই, সংগ্রাম, আন্দোলন ও আত্মত্যাগের মধ্যে দিয়ে আজ ৫০ এ পদার্পন!! এক ঐতিহাসিক প্রেক্ষাপটের মধ্য দিয়ে ভারতের সর্ব বৃহৎ ছাত্র সংগঠন এসএফআই কলকাতার বুকে বহু উজ্জ্বল ঘটনা, আজ ছাত্র আন্দোলনের ইতিহাসে চিরদিন সর্নাক্ষরে লেখা থাকবে!! কলকাতা জেলা “ভারতের […]