রণদীপ মিত্র, চিন্তন নিউজ, ১৩ এপ্রিল: নগদ টাকার টোপ দিয়েই কি তৃণমূলের সভায় আনা হয়েছিল গ্রামবাসীদের? গত শুক্রবার অনুব্রত মণ্ডলের সভা শেষে সভাস্থলে এক তৃণমূল নেতার প্রকাশ্যে টাকা বিলি ইঙ্গিত করেছে তেমনই। ভাইরাল হওয়া এক ভিডিওতে প্রকাশ্যে সভাস্থলে টাকা বিলি করতে দেখা গেছে তৃণমূলের বোলপুর লাগোয়া শিঙ্গি অঞ্চল সভাপতি অপূর্ব চক্রবর্তীকে। এই নিয়ে চরম বিতর্ক দাঁনা বেঁধেছে। ওই তৃণমূল নেতার অবশ্য দাবি, তিনি সভায় আসা কর্মীদের গাড়ি ভাড়া দিয়েছেন। এই প্রসঙ্গে বিরোধীদের অভিযোগ, “ভোট কেনার জন্যই টাকা বিলি করছিলেন ওই তৃণমূল নেতা। কমিশনের উচিত তাকে অবিলম্বে গ্রেপ্তার করা।” শুক্রবার বোলপুরের শিঙ্গি গ্রামের ফুটবল মাঠে সভা ছিল তৃণমূলের। সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব। সভা শেষে দেখা গেছে সভাস্থল থেকে কর্মীদের ও আদিবাসী মহিলাদের টাকা দিচ্ছেন শিঙ্গি অঞ্চলের দলের সভাপতি অপূর্ব চক্রবর্তী। একটি ভিডিওতে তাঁকে স্পষ্ট টাকা দিতে দেখা যাচ্ছে৷ নির্বাচন ঘোষণার পর এভাবে দলীয় সভাস্থল থেকে টাকা বিলি করা আদর্শ নির্বাচন বিধির বিরুদ্ধ। এই নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিরোধীরা বলে জানা গেছে।
Related Articles
সিআইটিইউ অনুমোদিত বাসশ্রমিক ইউনিয়নের উদ্যোগে অভাবী শ্রমিকদের পাশে দাঁড়ানোর প্রয়াস
কিংশুক ভট্টাচার্য:চিন্তন নিউজ:২০শে এপ্রিল:-আজ সকালে বাঁকুড়া শহরের মুল বাসস্ট্যান্ড এলাকায় সিআইটিইউ অনুমোদিত বাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বাসশ্রমিক ও অন্যান্য ক্ষেত্রের শ্রমিকদের প্রায় ২২০জনকে খাদ্যসামগ্রী দিয়ে তাঁদের অভাবে পাশে থাকার বার্তা দেওয়া হয়। প্রত্যেক শ্রমিকের হাতে ৪কেজি চাল,৪০০গ্রাম ডাল, ২কেজি আলু, ১কেজি কুমড়োর একটি করে প্যাকেট তুলে দেওয়া হয়। একই সাথে গতকাল সমস্ত নিয়মবিধির আওতায় থেকে […]
Heads changes that are up Using for яюR Financial Aid
Heads changes that are up Using for Financial Aid Exactly How are you going to determine what it is possible to pay for for the college education? The way that is best to work that away is for EVERYONE to apply for monetary aid NO MATTER WHAT YOUR FINANCIAL REPUTATION. You certainly can do so […]
আবারও সরকারি কর্মচারীদের পাওযনার ঝুলিতে শুধু ছুটি!!!
চিন্তন নিউজ:নিউজ ডেস্ক:২৭শে জুল:– আবার ছুটির উপঢৌকন রাজ্যসরকারি কর্মচারীদের ঝুলিতে। মহার্ঘ্য ভাতার দেখা নেই। ষষ্ঠ পে-কমিশন শীত ঘুমে। কেন্দ্র সরকারি কর্মচারীদের তুলনায় পশ্চিমবঙ্গের রাজ্যসরকারি কর্মচারীদের বেতনের ফারাক অনেক খানি। এর প্রভাব পড়েছে ইভিএম এ । পোস্টাল ব্যালটে বিজেপি ৩৯টা আসনে এগিয়ে ছিল। এমতাবস্থায় রাজ্যসরকারি কর্মচারীদের সন্তুষ্ট করতেই আগামী সোমবার,১লা জুলাই রাজ্যসরকার ছুটি ঘোষণা করেছেন। ডাঃ […]