রাজ্য

কোভিডে মৃতার পাশে নেই কেউ, সমাধিস্থ করল রেড ভলান্টিয়ার


সুমন ঘোষ, চিন্তন নিউজ, ২৫ মে: কোভিডে মৃত মহিলাকে সমাধিস্থ করল রেড ভ্যান্টিয়ার্স। আজ দুপুরে ডোমজুড় ব্লকের বেগড়ি পঞ্চায়েত এলাকার কোভিড আক্রান্ত হয়ে মৃত মহিলা নার্গিস গাজীর পরিবারের ফোন আসে রেড ভলান্টিয়ার্স এর কাছে। পরিবার থেকে জানানো হয় উক্ত মহিলা কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন, শেষকৃত্য করার জন্য কেউ পাশে নেই। এ কথা শোনা মাত্রই রেড ভলান্টিয়ার্স গ্রুপের সদস্য কমরেড সুব্রত পালের নেতৃত্বে কমরেড দেবজিৎ, সৈকত, অর্পণ, রাজা, মইদুল রা পৌঁছে যায় ডোমজুড়ের আইরিশ নার্সিং হোমে, সেখান থেকে এম্বুলেন্স মারফৎ এনে বেগড়িতে কবর স্থানে মহিলার দেহ সমাধিস্থ করা হয়।

আজকে যখন ধর্মীয় বিভাজন গোটা দেশেই বেড়ে চলেছে তখন ডোমজুড়ের রেড ভলান্টিয়ার্সরা এক অনন্য কীর্তি স্থাপন করলেন মুসলিম মহিলার শেষ কৃত্যে সামিল হয়ে। কবর স্থানে উপস্থিত ছিলেন কমরেড লালু, করিম, সুশোভন, অমিত, সুমন সহ অন্যান্য রেড ভলান্টিয়ার্স গ্রুপের সদস্যরা। এলাকার মানুষ এই কাজে খুশি হয়ে রেড ভলান্টিয়ার্সকে কুর্নিশ জানিয়েছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।