সৌমেন বাগ: চিন্তন নিউজ:১৬ই জুলাই:– মানুষের জন্য মানুষের পাশে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির হাওড়া জেলার বাউড়িয়া আঞ্চলিক কমিটি। দীর্ঘদিন এলাকার হকার ভাইদের ব্যবসা বন্ধ, কখনও যৎসামান্য বিক্রিবাটা চলছে। পরিবারের ওপর নেমে এসেছে চরম দুর্দিন। শিক্ষাঙ্গনে নিজেদের দায়িত্বের পাশাপাশি অঞ্চলের হকার ও রিক্সাচালক ভাইদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণে আজ শিক্ষক সমিতি দায়িত্বের দৃষ্টান্ত স্থাপন করল।
অপরদিকে দীর্ঘদিন লোকালট্রেন চলাচল বন্ধ থাকার কারণে রেলহকারদের জীবনে অন্ধকার নেমে এসেছে। তাদের সরকারি সাহায্যের দাবিতে এবং রেল বেসরকারীকরণের প্রতিবাদ জানিয়ে আজ সিটু অনুমোদিত রেল হকার্স ইউনিয়ন ও ডি ওয়াই এফ আই এর পক্ষ থেকে বাউড়িয়া স্টেশন মাস্টারকে ডেপুটেশন দেওয়া হয়।