আমার ঐশী
পাপিয়া ঘোষ সিংহ
লড়াকু ঐশী তোকে মারলো যে দুস্কৃতি,
শাসকের মদতে মুখোশধারী ওদের পরিণতি
তোদের হাতে,
গর্ব তুই এই দেশের শিক্ষা-সংস্কৃতি
রক্ষা করবি ভরসা আছে, ওরা করবে স্বীকার নতি
তোদের কাছে।
রাতের আঁধারে দমন করতে এসেছিল গুন্ডারা,
ফ্যাসিবাদী শাসকের ওরা পোষ্য ধামাধরা
ওদের বিনাশ হবেই।
ন্যায্য আন্দোলনে তোরাই পথ দেখাবি সাহস সাথে
তোদের জন্য সারাটা দেশ জাগছে আজকে পথে পথে
বামপন্থা জয়ী রবেই।
ওরা ভয় পেয়েছে আন্দোলনে, উজ্জ্বল ভবিষ্যতেদের,
ধ্বংস আসছে এগিয়ে তাই কামড় দিচ্ছে তোদের
ওদের শেষের শুরু।
তোদের সাহস, লড়ার নেশায়, ওদের পায়ের মাটি যাচ্ছে সরে,
তাইতো তোদের দমাতে চাইছে আঘাত করে,
ওরা এমনই ভীরু।
সুস্থ হয়ে ওঠরে মা তুই দুর্গা আমার দেশের,
অসুর নিধন করতে হবে, হিটলার রূপী শাসকের।
রক্তঋণ শুধতে হবে।
নীতির লড়াই, জেদটা রাখিস মনের ভিতর,
তোদের লড়াই বাড়াবে সবার মনের জোর,
তোদের বাঁচতে হবে।