রাজ্য

জে,এন, ইউ ছাত্রছাত্রীদের ওপর আক্রমণের প্রতিবাদে পথে নামলেন শিক্ষকরা


মিতা দত্ত:চিন্তন নিউজ:৭ই জানুয়ারি:–গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় এলেও গণতন্ত্রিক আন্দোলন কেন্দ্রীয় সরকারের না পছন্দ। তাই বিভিন্নভভাবে গণতন্ত্রের টুঁটি চেপে তারা ধরছে। কৃষক, শ্রমিক, শিক্ষক ও সমাজের সর্বস্তরের সাধারণ মানুয সে তালিকা থেকে বাদ পড়ছে না। ভারতীয় জনসমাজ, অর্থনীতিকে এরা ছিন্নভিন্ন করে দিচ্ছে। তবে এর মধ্যে উৎসাহ দেওয়ার মতো ঘটনা ঘটাচ্ছে জে,এন, ইউ সহ নানা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ।

এই ব্যবস্থায় যেখানে ছাত্রছাত্রীদের ক্যারিয়ার সর্বস্ব করে তুলতে চাইছে, তখন এই মেধাবী ছাত্ররা ক্যারিয়ারকে সর্বাধিক গুরুত্ব না দিয়ে গুরুত্ব দিচ্ছে দেশকে। দেশ গড়তে তারা বদ্বপরিকর ।তারা জানে দেশ গড়তে পারলেই তারা ভালো থাকবে।

প্রগ‌তিশীল ছাত্রসমাজের ওপর প্রতিক্রিয়াশীল শক্তি ঝাঁপিয়ে পড়েছে। ভেবেছে আক্রমণে তাদের মেরুদন্ড ভেঙে দেবে। কিন্তু শাসক জেনে রাখুন আপনাদের হার নিশ্চিত।
যে সরকার ছাত্রীদের অত্যাচার থেকে রেয়াত দেয় না, তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই আজ একথাই শিক্ষক সমাজ সোচ্চারে উচ্চারণ করলেন।

বহরমপুরে টেক্সটাইল মোড় থেকে মিছিল করে । ঐশীসহ সকলের ওপর আক্রমণের ধিক্কার জানান হ’ল। ছাত্রদের কাছে এই বার্তা দিলাম, শিক্ষক শিক্ষকারা তোদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই থাকবেন। ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।