কলমের খোঁচা

অর্পণ গাঙ্গুলির কবিতা


ঐশী তোমাকে সেলাম

না,
এই ভাবে মার খাই নি কোনো দিন
কলিজাতে, এত স্পর্ধা ও ছিল না,
তোর প্রতি ফোঁটা রক্ত দেখছি
আর চোয়াল হচ্ছে শক্ত।
এত সাহস মেয়েটার?
এক বুক সাহসের অপর নাম ঐশী।
কমরেড তোমাকে সেলাম।

আজ,
কেউ কেউ মুখ ঢেকে কাপড়ে
পর্দার আড়ালেও আছে অনেকে,
মাথা ভাঙলো,হাত ভাঙলো,পা ভাঙলো
আর ভাঙলো
আমার মতো ভীতুদের ভয়।
কত রক্ত ঝরল মেয়েটার
এক বুক সাহসের অপর নাম ঐশী।
কমরেড তোমাকে সেলাম।

ঐশী,
সুস্থ হয়ে আবার লড়তে হবে
তোর মুষ্টিবদ্ধ হাত সেকথাই বলে
তোর রক্তেই সূর্য টা হোক লাল
লাল ভোরটা ছিনিয়ে আনতে হবে।
পারবি তো বোন?
তোকে পারতেই হবে।
স্পর্ধার জয় হবেই হবেই হবে।
এক বুক সাহসের অপর নাম ঐশী।
কমরেড তোমাকে সেলাম।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।