জেলা

জলপাইগুড়িতে পঞ্চপান্ডব


দীপশুভ্র সান্যাল, চিন্তন নিউজ, ৩ জুন: দীপক রায়, শঙ্কর দে, জ্যোতিষ সরকার, বিকাশ রায়, তীর্থঙ্কর চক্রবর্তী অভিন্ন হৃদয়ের পাঁচ বন্ধু। তিনজন জলপাইগুড়ি নগর দায়রা আদালতের উকিল, একজন বীমা কর্মচারী, অন্যজন অবসরপ্রাপ্ত কর্মচারী। করোনা পরিস্থিতিতে জলপাইগুড়ির রেড ভলেন্টিয়ার্সদের কাজে সহায়তার জন্য এগিয়ে এলেন। বৃহস্পতিবার রেড ভলেন্টিয়ার্সদের হাতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রেট্রোল চালিত ফোর স্ট্রোক স্প্রে মেশিন তুলে দেন তারা। গ্লাভস, পিপিই ইত্যাদি কেনার জন্য তারা পাঁচ বন্ধু মিলে চার হাজার এক শত এক টাকাও তুলে দেন পুত্রসম রেড ভলেন্টিয়ার্সদের হাতে।

উচ্চ ক্ষমতা সম্পন্ন স্প্রে মেশিন ও আর্থিক সহায়তা পেয়ে রেড ভলেন্টিয়ার্সদের পক্ষে শুভম ঠাকুর পাঁচ বন্ধুকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন। এই স্প্রে মেশিনের সাহায্যে করোনা সংক্রমন ঠেকাতে স্যানিটাইজেশনের কাজ আরো দ্রুত ও ভালোভাবে করা যাবে বলে জানিয়েছেন শুভম ঠাকুর। রেড ভলেন্টিয়ার্সরা সারা রাজ্যের মত জলপাইগুড়িতেও করোনা মোকাবিলায় মানুষের ভরসা অর্জন করেছে জানিয়েছেন পাঁচ বন্ধুর তরফে দীপক রায়। রেড ভলেন্টিয়ার্সদের পাশে থাকতে পেরে নিজেদের গর্বিত মনে করছেন তারা। আগামী দিনে আরো সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।