সোনালী দত্ত দাঁ, চিন্তন নিউজ, ৩ জুন: রেড ভলান্টিয়ার্স টীম সব পরিস্থিতিতেই মানুষের কাছে, মানুষের পাশে, আর মানুষও তেমনি তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। আজ রামনগরের সুমন দূবে তাদের হাতে ২টি ফুল সেট পি.পি.ই.কিট তুলে দেন। আগড়াদহের অশোক ব্যানার্জ্জী ও নিরূপমা ব্যানার্জ্জী, ঝিকড়া গ্রাম পঞ্চায়েতের আব্দুল কাইসার প্রমুখ ব্যক্তি রেড ভলান্টিয়ারদের কাজের জন্য আর্থিক সাহায্য কালনা ২নং এরিয়া কমিটির দপ্তরে সম্পাদক শ্রী সনাতন টুডুর হাতে তুলে দেন।
পিন্ডিরা অঞ্চলের পাঁচদেওলি গ্রামে করোনা আক্রান্ত ব্যক্তির শ্বাসকষ্ট শুরু হলে রেড ভলান্টিয়াররা ঐ ব্যক্তিকে কালনা সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করে। সাতগাছিয়া অঞ্চলের রামসীতা ও কল্যাণপুর কালোর দোকান অঞ্চলের করোনা আক্রান্তদের বাড়ী রেড ভলান্টিয়াররা স্যানিটাইজ করে।
এদিকে কালনা শহরের কর্মীরাও নিরলসভাবে কাজ করে চলেছে। আজ দুপুর ১২টা নাগাদ কালনা ১২ নং ওয়ার্ডের বাসিন্দা কিডনি পেসেন্ট ভাস্কর সান্যাল অসুস্থ বোধ করলে রেড ভলান্টীয়ার কর্মী নেপাল সরকার ও অভিজিৎ ব্যানার্জ্জী তাকে কালনা হাসপাতালে নিয়ে যায়।সরকারী নিয়মানুযায়ী কোভিড টেষ্ট করালে পজিটিভ রিপোর্ট আসায় ভাস্করবাবুকে কোভিড ওয়ার্ডে ভর্তি করে। ভাস্করবাবুর শারীরিক অবস্থা সংকটজনক।