দেশ বিদেশ

ভারতে হামলার জন্য নতুন ছক করছে পাক সেনা


নিউজডেস্ক, চিন্তন নিউজ, ২৫ জুলাই: সম্প্রতি একটি সংবাদমাধ্যমে এক চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশিত হয়েছে ৷ দ্য হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন বলছে ভারতে হামলা চালানোর নতুন পথ নিয়েছে পাকিস্তান সেনা৷ আফগানিস্তানে লস্কর ই তৈবা ও আইসিসের মত জঙ্গি সংগঠনের কিছু সদস্যকে বিশেষ ভাবে প্রশিক্ষণ দিচ্ছে তারা৷

ভারতে হামলা চালাতে গেলে কোন কোন পথ অনুপ্রবেশের জন্য উপযুক্ত বা কীভাবে হামলা চালালে তা সফল হতে পারে, সেই তথ্য ওই জঙ্গি সংগঠনগুলিকে দেওয়া হচ্ছে৷ যাতে তথ্যগুলি কাজে লাগিয়ে নতুন ভাবে কোনও হামলার ছক তৈরি করা যেতে পারে৷ রিপোর্ট বলছে ২০০৮ সালে মুম্বই সন্ত্রাসের ধাঁচে এই হামলা চালানোর পরিকল্পনা করেছে পাক সেনা৷ এই কাজে মদত যোগাচ্ছে আইসিস ও লস্করের মত কিছু কুখ্যাত জঙ্গি সংগঠন৷

রিপোর্টে দেওয়া তথ্য অনুযায়ী, গোটা পরিকল্পনা ও প্রশিক্ষণ পর্যালোচনা করছে মুম্বই সন্ত্রাসের মাস্টারমাইণ্ড হাফিজ সইদের ছেলে তালহা সইদ৷ রিপোর্টে যোগ করা হয়েছে, রাষ্ট্রসংঘ ও পেন্টাগনের কিছু তথ্য৷ রাষ্ট্রসংঘ জানাচ্ছে আফগানিস্তানে সাম্প্রতিককালে বেশ কিছু লস্কর জঙ্গির উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে৷


দক্ষিণ কাশ্মীরে পুলওয়ামার জঙ্গি হামলার ঘটনার পর আন্তর্জাতিক মঞ্চ ফিনানসিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স পাকিস্তানকে ‘গ্রে-লিস্টে’ রেখেছিল৷ কোনও সন্ত্রাসবাদী সংস্থা যাতে ওই দেশে আর্থিক মদত না পায় তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়৷ তবে একথা ঠিক পাকিস্তানকে ব্ল্যাক লিস্টে অন্তর্ভুক্ত করার চাপ ভারত প্যারিসের ওই সংস্থাকে বারবার দিয়ে এসেছে৷

আফগানিস্তানে তালিবান ও হাক্কানি নেটওয়ার্ক যথেষ্ট শক্তিশালী৷ তাদের সঙ্গে যোগাযোগ রেখেই চলছে প্রশিক্ষণ৷ সক্রিয় লস্কর জঙ্গিরা ভারতে হামলার ছক কষছে৷ এর আগে জি নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, জইশের প্রতিটি শীর্ষ কমাণ্ডারকে মাসুদ আজহারের নির্দেশ খুব কম সময়ের মধ্যে বড়সড় হামলা চালানোর জন্য যেন তারা প্রস্তুত থাকে৷ এজন্য ছোট ছোট দলে বিভক্ত হয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়৷


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।