রূদ্র চক্রবর্তী:চিন্তন নিউজ:২২শে জুন:– ভারত-চীনের সম্পর্কের অবনতি নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন দেশের দু’বারের প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি নাম করে সরাসরি আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। লাদাখ কাণ্ডের পর সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রীর মন্তব্যকে হাতিয়ার করে তিনি বলেন ,”প্রধানমন্ত্রীর সব সময় ভেবে চিন্তে কথা বলা উচিৎ। শব্দের গুরুত্ব বুঝে কথা বলা উচিৎ।” প্রাক্তন প্রধানমন্ত্রী মিতভাষী কিন্তু দেশের গুরুত্বপূর্ণ ইস্যুতে তিনি অবশ্যই মন্তব্য করেন। তিনি আরো বলেন,”দেশ ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একজন প্রধানমন্ত্রীর মন্তব্য এবং ঘোষণার কি তাৎপর্য হতে পারে,তার বিবেচনায় থাকা দরকার।” সর্বদলীয় বৈঠকে নরেন্দ্র মোদি বলেন,”ভারতীয় ভূখণ্ডে কেউ অনুপ্রবেশ করেনি ও কোনো ঘাঁটিও দখল হয়নি।” স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসে যায় তাহলে লাদাখে ২০জন সৈনিকের শহীদ হওয়ার কারন কি?
এই বিষয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন,”সেনাদের বলিদান যাতে ব্যার্থ না হয় সেই দিকে সরকারকে অবশ্যই নজর দিতে হবে কেন্দ্রীয় সরকারকে।” ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কিভাবে দেখবে সেই বিষয়েও তিনি বর্তমান প্রধানমন্ত্রীকে সতর্ক করেন। পাশাপাশি চীনের কথা বলতে গিয়ে মনমোহন সিং বলেন,”আমরা চীনের ভয় এবং হুমকির কাছে মাথা নিচু করতে পারিনা।দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনরূপ সমঝোতা কারুর সঙ্গে নয়। প্রধানমন্ত্রীর এই বিষয়ে বিশেষে নজর দেওয়া উচিৎ তার মন্তব্য যেনো অন্য পক্ষ নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে।সবাইকে সংঘবদ্ধ করে এই সময় একজোট করে রাখা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে।’
মনমোহন আরও বলেছেন, ”কর্নেল সন্তোষ বাবু ও আমাদের জওয়ানদের আত্মত্যাগের কথা যেন তিনি মাথায় রাখেন এবং সর্বশক্তি দিয়ে দেশের ভূখণ্ড রক্ষা করেন। তার কম কিছু করা মানে দেশের লোকের বিশ্বাসের প্রতি ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা করা হবে।”