মীরা দাস, চিন্তন নিউজ, ২৫ জুলাই: ৪৯ জন তারকা বিভিন্ন ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠালেন। তারকাদের মধ্যে আছেন কৌশিক সেন, মনিরত্নম, সৌমিত্র চট্টোপাধ্যায়, অনুরাগ কাশ্যপ সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিরা। চিঠিতে সামাজিক বিষয়ের উল্লেখ করে সমস্যা সমাধানের ব্যবস্থা নিতে আর্জিও জানিয়েছেন তাঁরা।
পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, “গণতন্ত্রকে ধরে রাখা প্রয়োজন।” কৌশিক সেন মনে করেন বিদ্বজ্জনদের এই চিঠি খুবই গুরুত্বপুর্ন। গৌতম ঘোষ বলেন, “আমরা সকলেই শান্তি চাই, কিন্তু এক ধর্মের সাথে আর এক ধর্মের বিবাদ কখনই কাম্য নয়।”
জয় শ্রীরাম ধ্বনির প্রভাব থেকে গণপিটুনি, এই সব কথা চিঠিতে উল্লেখ করা হয়েছে। দলিত থেকে মুসলিমদের প্রতি যে অসহিষ্ণুতা, গণপিটুনির বিষয় সব কিছুই এই চিঠিতে উল্লেখ করা হয়েছে। জয় শ্রীরাম স্লোগানকে ঘিরে যে উন্মাদনা সৃষ্টি হচ্ছে তাও উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে।
চিঠিতে ন্যাশানাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্যের ভিত্তিতে বলা হয়েছে ২০০৯ সালের ১লা জানুয়ারী থেকে ২০১৮ সালের ২৯ অক্টোবরের মধ্যে ধর্মের ভিত্তিতে ২৫৪ জন অপরাধী, ৯১ জন খুন ও ৫৭৯ জন আহত হয়। চিঠি অনুযায়ী ২০১৪ সালে প্রধানমন্ত্রী পদে যখন নরেন্দ্র মোদী ছিলেন তখন এমনই অপরাধের মাত্রা ছিল ৯০ শতাংশ। এই চিঠিতে তারকাদের সাথে সমাজকর্মী, কার্ডিওলজিস্ট, লেখক, ঐতিহাসিক, সাধারন নাগরিক সহ মোট ৪৯ জন সাক্ষর করেন।