দেশ শিক্ষা ও স্বাস্থ্য

দিল্লিতে সরকারি স্কুলের জয়জয়কার


মাধবী ঘোষ, চিন্তন নিউজ, ১৪ মে: শিক্ষাক্ষেত্রে অভাবনীয় ঘটনা ঘটিয়ে ফেলেছে দিল্লি সরকার। দিল্লিতে প্রাইভেট স্কুল থেকে নাম কাটিয়ে দিয়ে একটি সরকারি স্কুলে ৪০০ জন ভর্তি হয়েছে। শিক্ষাক্ষেত্রে এ এক অভূতপূর্ব নজির। আর যার হাত ধরে এটা সম্ভব হয়েছে, তিনি হলেন আতিশি মার্লেনা।
তিনি দিল্লির সরকারী স্কুলের ভোল পালটে দিয়েছেন। আম আদমি দিল্লির ক্ষমতায় এসে আতিশি মার্লেনাকে করে শিক্ষা উপদেষ্টা। তাঁর সদিচ্ছা, উদ্যম ও আন্তরিক প্রচেষ্টায় তিনি কাজ করেছেন মাত্র ১টাকা মাসিক বেতনে। তার পরামর্শেই দিল্লি সরকার শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে করে ২৪%। বিপুল বরাদ্দ হয় স্কুল গুলির পরিকাঠামো উন্নয়নে। চালু হয় মিশন বুনিয়াদ, যোগাযোগ বাড়ে স্কুল, শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে। ৫০০০০ শিক্ষক শিক্ষিকা মিলে তৈরি করেন হ্যাপিনেস কারিকুলাম। দেখা যায় রেজাল্টে সরকারী স্কুল অনেক পেছনে ফেলে দেয় প্রাইভেট স্কুল গুলিকে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।