দেশ

দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত বাঙালি পরিযায়ী শ্রমিকদের পাশে রয়েছে বামেরা।।


চৈতালী নন্দী:চিন্তন নিউজ:২৮শে ফেব্রুয়ারি:–দেশের বিভিন্ন প্রান্তে বাঙালি শ্রমিকরা নিগৃহীত হচ্ছে। নানা রাজ‍্যে কর্মরত এই বাঙালি শ্রমিকদের সমস্যা থেকে উদ্ধার করবার জন‍্যে পশ্চিমবঙ্গের মুখ‍্যমন্ত্রীর কাছে  আর্জি জানালো বামেদের শ্রমিক সংগঠন সিটু। এই তালিকায় রয়েছে দিল্লি ছাড়াও কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, গুজরাট, জম্মুকাশ্মীর। এই সব রাজ‍্যে কর্মরত শ্রমিকরা সম্প্রতি বিভিন্ন সময়ে নিগ্রহের সম্মুখীন হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এখনও ভিনরাজ‍্যে কাজ করছেন বাঙলা ভাষাভাষী বহু শ্রমিক।অনেক জায়গাতেই তাদের বাঙলাদেশী বলে নিগ্রহ করা হচ্ছে বলে সিটু নেতা অনাদি সাহু ঐ চিঠিতে জানিয়েছেন।পুলিশও বিভিন্ন ভাবে ঐ শ্রমিকদের বাঙলাদেশী সব‍্যস্ত করে হেনস্থা করছে।

  প্রকৃতপক্ষে, বিশেষতঃ, বিজেপি শাসিত রাজ‍্যগুলোতেই এইধরণের অত‍্যাচারের শিকার হচ্ছে বাঙলার শ্রমিকরা। আসলে কাজের খোঁজে ভিনরাজ‍্যে যাওয়া শ্রমিকদের কোনো তথ‍্য রাজ‍্যের হাতে নেই। এসকল তথ‍্য সরকারি ভাবে না থাকার খেসারত দিচ্ছে শ্রমিকরা। ১৯৭৯ সালে তৈরী হওয়া’অন্তঃরাজ‍্য পরিযায়ী শ্রমিক’ আইনকে গুরুত্ব না দেওয়ায় ‘ট্রাকিং পোর্টাল’বা ‘স্মার্টকার্ড ‘কিছুই মজুদ নেই সরকারের ঘরে।প্রকৃতপক্ষে তৃনমূলী জামানায় পরিযায়ী শ্রমিকরা উপেক্ষিত।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।