রাজ্য

চিটফান্ড সাফারার্স এন্ড এজেন্ট ইউনিটি ফোরামের লড়াই।


মিঠুন ভট্টাচার্য:চিন্তন নিউজ:২৮শে ফেব্রুয়ারি:-চিটফান্ডের ক্ষতিগ্রস্ত মানুষের হয়ে দীর্ঘ সাত বছর থেকে লড়াই করছে ” চিটফান্ড সাফারার্স এন্ড এজেন্ট ইউনিটি ফোরাম ” এবং এই সংগঠনের আইনি লড়াই এবং রাস্তার লড়াইয়ের মধ্য দিয়ে অনেকগুলো কোম্পানি টাকা ফেরত দিতে বাধ্য হয়েছে , অনেকে টাকা ফেরত দেবে বলে আশ্বাস দিয়েছে , কিন্তু টাকা ফেরতের প্রশ্নে বিভিন্ন রাজ্যের সরকার এবং কেন্দ্রীয় সরকার ও তার সহযোগী সংস্থাগুলি কোনরকম গুরুত্ব না দেওয়ার জন্য টাকা ফেরতের প্রশ্নে বহু ঢিলেমি লক্ষ্য করা যাচ্ছে , সেজন্য টাকা ফেরত কোন পথে হয়েছে এবং আগামীতে কোন পথে টাকা ফেরত হওয়ার রাস্তা খোলা আছে এই বিষয়ে প্রতারিত মানুষদের অবগত করার প্রয়োজনে আগামী শনিবার 29 শে ফেব্রুয়ারি 2020, শিলিগুড়ি মিত্র সম্মিলনী হলে একটি কনভেনশনের ডাক দেওয়া হয়েছে।

এই সম্মেলনে আইনি বিষয়ে ব্যাখ্যা করবেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও অন্যান্য আইনজীবীগণ সহ সংগঠনের নেতৃত্ব , সংগঠনের পক্ষ থেকে সমাজের সকল স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং প্রতারিত মানুষদেরকে এই কনভেনশনে উপস্থিত থাকার জন্য আহবান করা হচ্ছে । সংগঠনের পক্ষ থেকে পার্থ মৈত্র ও আহ্বায়ক চিটফান্ড সাফারার্স এন্ড এজেন্ট ইউনিটি ফোরাম


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।