দেশ

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাত


মীরা দাস: চিন্তন নিউজ:১৫ই জুন:- দিল্লিতে পরপর ভূমিকম্পের পর এবার রাজকোট কেঁপে উঠলো ।গুজরাতের রাজকোটে ভূমিকম্প অনুভূত হয় রবিবার রাত সোয়া ৮টা নাগাদ ।রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.৮ ম্যাগনিটিউড ।এই ভূমিকম্পের উৎস স্থল রাজকোটের১২২ কিলোমিটার উত্তর পশ্চিম এ এই বিবৃতি দিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছেন ৫.৫ তীব্র তার এবং ঐ ভূমিকম্পের কিছু পরেই ফের ২,৯ তীব্র তার আরো একটি ভূকম্পন অনুভূত হয় ।এই ভূমিকম্পের উৎস স্থল ছিল জম্মু ও কাশ্মীরের কাটরা থেকে ৯০ কিলোমিটার দূরে । এদিন রাজকোটে ভূমিকম্পে মানুষ আতঙ্কিত হয়ে যায় এবং রাস্তা য় নেমে আসে ।যদিও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ।

এর আগে ২০০১সালে ২৬শে জানুয়ারি তীব্র ভূমিকম্পন হয়েছিল গুজরাতে, তার মধ্যে ভূজের ভূমিকম্পে প্রায় ২০হাজার মানুষ মারা গিয়েছিল এর তীব্রতা ছিলো ৭.৭ এবং ঐ ভূমিকম্পে আহত হয়েছিল প্রায় দেড় লক্ষ মানুষ। উল্লেখযোগ্য ভাবে বিশ্বের বিভিন্ন দেশে মোট ১০৯টি ভূমিকম্পের খবর পাওয়া গেছে ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।