দেশ

রাজ্যসভায় শপথ গ্রহণ সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য’ র


সূপর্ণা রায়: চিন্তন নিউজ: ২২শে জুলাই:- আজ পশ্চিবঙ্গের অগনিত মানুষের কাছে খুব আনন্দের দিন। রাজ্যসভার সাংসদ হ’লেন আজ শ্রী বিকাশরঞ্জন ভট্টাচার্য।। শপথবাক্য পাঠ করলেন সাংসদ হিসেবে।।

বিকাশরঞ্জন ভট্টাচার্য প্রথম একজন সফল রাজনীতিবিদ এবং তারপর একজন অসৎ মানুষ এর হাড়ে কাঁপন ধরানো একজন আইনজীবী। বিকাশরঞ্জন ভট্টাচার্য এর জন্ম ১৯৫১ সালের ২৭ শেষ নভেম্বর কলকাতায়। পড়াশোনা কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতার মহানাগরিক হিসেবে ২০০৫ থেকে ২০১০ পর্যন্ত নিজ দায়িত্ব পালন করেন অত্যন্ত সফলতার সাথে।।

আশায় বুক বেঁধেছেন অনেকেই। রাজ্যসভায় এমন একজন প্রতিনিধির উপস্থিতির জন্য। সারদা চিটফান্ড সাফারার্স হোক, বা নারী নির্যাতনের কেস, সরকারি কর্মচারীদের ডিএ হোক বা স্কুল সার্ভিস কমিশনের দূর্নীতির শিকার চাকরি প্রার্থীদের হয়ে কেস লড়েছেন মে মানুষ, আর্ত, দুঃস্থ, নিপীড়িত মানুষের প্রানের মানুষ , ভরসার মানুষ,একজন সফল আইনজীবী ও রাজনীতিবিদ আজ রাজ্যসভার সাংসদ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।