রুদ্র চক্রবর্তী, চিন্তন নিউজ:২২ শেষ জুলাই:- দুষ্কৃতিদের আক্রমণে প্রাণ হারালেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের সাংবাদিক বিক্রম যোশি। গতকাল সোমবার এই সাংবাদিক নিজের দুই মেয়েকে সঙ্গে নিয়ে বাইকে ফিরছিলেন, রাত ১০টা নাগাদ অতর্কিতে বেশ কিছু দুষ্কৃতী ঝাঁপিয়ে পড়ে সাংবাদিকের উপর। প্রচন্ড মারধর করার পর সাংবাদিকের দুই মেয়ের সামনেই গুলি করা হয় সাংবাদিককে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি।বুধবার সকালে হাসপাতালে মৃত্যু হল সাংবাদিক বিক্রম যোশীর।
বিক্রম যোশীর উপর হামলার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতিমধ্যেই ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছে সকলে। বিরোধীদের দাবি উত্তরপ্রদেশে রাম রাজ্যত্ব নয় গুন্ডারাজ চলছে।
সোমবার রাতের হামলার সঙ্গে সাংবাদিকের ভাইঝির হেনস্তার ঘটনার সম্পর্ক রয়েছে। ভাইঝির সঙ্গে দুর্ব্যবহারে জড়িত অভিযুক্তরাই সাংবাদিকের উপর হামলা চালায় বলে দাবি করা হচ্ছে বিক্রম যোশির পরিবারের পক্ষ থেকে। সাংবাদিকের পরিবারের পক্ষ থেকে দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবি করা হয়েছে।