মাধবী ঘোষ: চিন্তন নিউজ:২২শে জুলাই:- শবর জনজাতির মানুষদের জন্ম অপরাধী তকমা দিয়েছিল ব্রিটিশ সরকার ।আজও সেই তকমা থেকে সম্পূর্ণ নিজেদের বের করতে পারেনি আদিম জনজাতি । আজ শবর জনজাতির ছেলে সমীর উচ্চমাধ্যমিকে ৮৬% বেশি নম্বর পেয়ে সকলকে অবাক করেছে।
পুরুলিয়ার মানবাজার ১ নম্বর ব্লকের কামতা জঙ্গিদারি কুদা গ্রাম সংসদের কাপাস ঘুটার বাসিন্দা সমীর শবরের উচ্চমাধ্যমিক প্রাপ্ত নম্বর ৪৩৩। নুন আনতে পান্তা ফুরোনো সংসারে সমীরের বাবা বৃহস্পতি শবর চাষাবাদের কাজ করে কোন ভাবে সংসার চালান । ঠাকুমার বার্ধক্য ভাতা থেকে সমীরের লেখাপড়ার খরচ হয় ।নপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এই সাফল্য পায় সে। ওদের পরিবারের কাছে লেখাপড়া জেনো বিলাসিতা!
স্থানীয় পরিবারগুলি ও বলছে এখনো পর্যন্ত এই সব জনজাতির যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদের মধ্যে সবথেকে বেশি নম্বর সমীরের।
উচ্ছ্বসিত সমীরের মন্তব্য “আমি শিক্ষক হতে চাই ।শিক্ষক হয়ে আমাদের মতো পিছিয়ে পড়া জনজাতির আধার ঘোচাবো ।সেই লক্ষ্যেই লড়াই সমীরের ।সে চায়, তাদের জনজাতি কে মদের নেশা থেকে দূরে রাখতে।
এক আকাশ স্বপ্ন নিয়ে বাবা বৃহস্পতি শবর বলেন চাষাবাদ করে সংসার চালানোই মুশকিল, ওর উচ্চশিক্ষা কিভাবে হবে কে জানে ?তবে সমীরের উচ্চশিক্ষায় তার স্কুল পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন ।পশ্চিমবঙ্গ খেড়িয়া কল্যাণ সমিতির অধিকর্তা প্রশান্ত রক্ষিত বলেন “। সমীর আমাদের গর্ব “। এর আগে 86 শতাংশ নম্বর নিয়ে শবর জনজাতির কেউ উচ্চমাধ্যমিক পাস করেনি।”