রাজ্য শিক্ষা ও স্বাস্থ্য

স্কুল শিক্ষকদের জঙ্গি তকমা দিয়ে চিঠি !!


নিউজ ডেস্ক: চিন্তন নিউজ: ২৩শে জুলাই:–খোদ কলকাতার বুকে স্কুল শিক্ষকদের একাংশকে জঙ্গি তকমা দিয়ে চিঠি। পুলিশি হেনস্থার শিকার হ’তে হচ্ছে।এমনকি মুখ্যমন্ত্রীকে হত্যার অভিযোগ ও উঠেছে ঐ শিক্ষকদের বিরুদ্ধে।

সুত্রের খবর এই অভিযোগ খিদিরপুর একাডেমির প্রধান শিক্ষকসহ ১৩জন শিক্ষকের বিরুদ্ধে। এমনকি বাংলাদেশী জঙ্গি সংগঠন জামাতের সাথে যোগ আছে বলে চিঠিতে উল্লেখ।এই মর্মে পুলিশ তদন্ত শুরু করেছে।
এই চিঠি দিল্লির এক ঠিকানা থেকে এসেছে বলে জানা যাচ্ছে।বিভিন্ন সরকারি দফতরে এবং অভিযুক্ত শিক্ষকদের বাড়িতেও এই চিঠি পাঠানো হয়েছে। এমতাবস্থায় স্কুলের পঠনপাঠন মাথায় উঠেছে। একজন শিক্ষক বলেন তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি খানাকুল থেকে এসে ২০১৩ সাাল থেকে বন্দর এলাকায় জামাতের সঙ্গে যোগসাজশে জঙ্গি সংগঠন গড়ে তুলছেন।ঐ স্কুলের ইংরেজি শিক্ষক বলছেন তার বিরুদ্ধে আর‌ও মারাত্মক অভিযোগ ,যে তিনি নাকি মুখ্যমন্ত্রীকে মারতে চান। শিক্ষকরা বলেন তারা প্রত্যেকেই আতঙ্কগ্রস্থ। এমনিতে তাদের নিস্তরঙ্গ জীবন। খুব সাদামাটা। এভাবে কতদিন তাদের অসম্মান, আতঙ্ক, অভিযোগ নিয়ে চলতে হবে??খিদিরপুর একাডেমির অভিযুক্ত শিক্ষকগণ ওয়াটগঞ্জ থানায় ডায়েরী করেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।