জেলা রাজ্য

উত্তর কলকাতা উদয়ের পথে সৃষ্টি করছে অনন্য দৃষ্টান্ত


শ্যামল: চিন্তন নিউজ:২৫শে জুন:–উত্তর কলকাতা উদয়ের পথে প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করে। এছাড়াও প্রতি বছর বিজয়া দশমীর দিনও সকালে রক্তদান শিবিরের আয়োজন করে। এছাড়াও সারা বছর নানা সামাজিক কাজের সাথে যুক্ত থাকে। বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে রক্তদান শিবির তাদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচী। কিন্তু এই বছর সাময়িক পরিস্থিতির নিরিখে সেইভাবে রক্তদান শিবির করা সম্ভব হয়নি। এই বছর ৭ জুন সরাকারি বিধিনিষেধ মেনে রক্তদান শিবিরের আয়োজন করে। ১০১ জন রক্তদান করে। প্রতি বছর যেখানে গড়ে ৭৫০ জন রক্তদান করেন। না, এতে উত্তর কলকাতা উদয়ের পথে-র সদস্য-সদস্যারা হতাশ হয়নি। তারা বাস্তবিক অবস্থাকে ১৪ জুন,২০ (রবিবার) মাথায় রেখে তারা দ্বিতীয় দফার রক্তদান শিবিরের আয়োজন করে। কিন্তু বিধিনিষেধের জন্য এই শিবিরে মাত্র ৫০ জন রক্তদান করেন। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। সরকারি হাসপাতালও স্বাভাবিক হচ্ছে। সরকারি ব্লাড ব্যাঙ্কে রক্তের চাহিদা বাড়ছে। আগামী ২৮ জুন,২০ (রবিবার) বিকেল ৪টের সময় তৃতীয় দফার রক্তদান শিবির করতে চলেছে।

শুধুমাত্র রক্তদান শিবিরে নিজেদের সীমাবদ্ধ রাখেনি। আমফানে বিধস্ত বাংলার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। গত ৪ জুন তারা ত্রাণ নিয়ে যায় কুলতলীতে। ৬৫০ মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেয়। না এখানেই থেমে থাকে নি। এরপর ১৮ জুন খেয়াদহ, পৌঁছায় তারা। ৮০০ জনের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছে। আবার আজোও তারা ২৫০ জনের মতো ত্রাণ নিয়ে যায় সন্দেশখালিতে। এই কথা স্বীকার করতে দ্বিধা নেই যে সংগঠন হিসেবে ‘উত্তর কলকাতা উদয়ের পথ’-এর এই পথ চলা অনান্য সংগঠনকে অনুপ্রানিত করবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।