জেলা

খড়্গপুর শিল্প তালুকে টাটা মেটালিক্স কারখানার নির্বাচনে বিপুল ভোটে জয়ী বামপন্থীরা ।


সূপর্ণা রায়: চিন্তন নিউজ:১লা ডিসেম্বর,২০২০:– পালাবদল হয় ২০১১ সালে।। বামপন্থী দের হারিয়ে তৃনমুল সরকার গঠন করেন।।তারপর নয় বছর কেটে গেছে-। জল গড়িয়েছে —– কোন ভোট হলেই মিডিয়ার একটাই কথা ছিল বামেদের রক্তক্ষরন চলছে। ভোট হতেই দিত না বিরোধী দল তৃনমুল কংগ্রেস , জোর করে মারধর করে ভোট হতো আর তার ফলস্বরূপ তৃনমুল বিপুল ভোটে জয়ী হতো। কিন্তু আজ এক বিশেষ খবরে বামপন্থী দলগুলো উজ্জ্বীবিত হতে পারেন। শ্রমিক ইউনিয়ন প্রতিনিধি নির্বাচন এ বিপুল ভোটে জয়ী হয়েছে সিআইটিইউ সংগঠন এর প্রতিনিধি নির্বাচনে। খড়্গপুর শিল্প তালুকে টাটা মেটালিক্স কারখানার নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বামপন্থী দল। এখানে ১১ টি কেন্দ্রে নির্বাচন হয়, তারমধ্যে ১০ টিতে বামেদের জয় হয় আর মাত্র একটি আসনে জয়ী হয় বিরোধী দলের। তৃনমুল ও বিজেপি গোপন আঁতাত করেও ভোটের ফল আশানুরূপ ফল হয় নি। রবিবার ভোট প্রক্রিয়া অনুষ্ঠিত হয় এবং প্রায় সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোট চলে তারপর গোনা শুরু হয় । গননা শুরু হয়া থেকে তৃনমুল ও বিজেপি ভোট গণনা ভন্ডুল করার চেষ্টা শুরু করে।। কিন্তু বামপন্থী দলগুলো অতি সাহসের সাথে বিরোধী দলের কুকর্ম রোধ করে। অতন্দ্র প্রহরী হয়ে সি আই টি ইউ শ্রমিক সংগঠন শ্রমিক স্বার্থ রক্ষা করতে জানকবুল লড়াই করে।।টাটা মেটালিক্স কারখানাতে আড়াই হাজার কর্মী কাজ করে তিনটি শিফটে এবং প্রতি দুই বছর অন্তর শ্রমিক ইউনিয়নের কর্মকর্তা নির্বাচন হয়। এবারের নির্বাচনে শ্রমজীবী মানুষের ঐক্য গড়ে উঠায় স্বার্থান্বেষী শক্তি ধরাশায়ী হয়। এই জয়ের জন্য সি আই টি ইউ জেলা সম্পাদক বিশ্বনাথ দাস ও শ্রমিক নেতা অনিত বরণ মন্ডল শ্রমিক কর্মচারীদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।