দেশ

উত*উত্তর-পূর্ব ভারতে বিচ্ছিন্নতাবাদ*


রঘুনাথ ভট্টাচার্য্য:চিন্তন নিউজ:১৮ই আগস্ট:–গত ১৪ই আগস্ট,২০১৯ নাগাল্যান্ড রাজ্য ও মণিপুরের নাগা অধ্যুষিত
এলাকায় সর্বত্র ৭৩তম ‘ নাগা স্বাধীনতা দিবস ‘পালিত হয়। তাঁরা তেরঙ্গা পতাকার বদলে নাগা জাতির ‘নিজস্ব’ জাতীয় পতাকা
উত্তোলন করেন বলে খবরে প্রকাশ। রাজধানী কোহিমায় নাগা মুখ্যমন্ত্রী নেফিউ রিও এক সরকারি অনুষ্ঠানে বৃহত্তর নাগাল্যান্ডের পক্ষে সওয়াল করেন বলে সংবাদ।

অভিজ্ঞ মহলের মতে কাশ্মীরে উদ্ভুত বর্তমান সমস্যার ফলশ্রুতিতে সারা উঃ পূর্ব ভারতেই এধরণের বিচ্ছিন্নতাবাদী মানসিকতা মাথাচাড়া দিয়ে ওঠার সম্ভাবনা অস্বীকার করা যায় না। যদিও এন এস এফ (নাগাস্টুডেন্ট ফ্রন্ট) নেতা নিনোটো আওমি বলেন যে এর সঙ্গে রাজনৈতিক কোনও সম্পর্ক নেই। কোনো কোনো রাজনৈতিক মহলের মতে কাশ্মীরের স্পেশাল স্টেটাস তুলে নেওয়ার পর উত্তর-পূর্ব ভারতে বিভ্রান্তিকর পরিস্থিতির উদ্ভব হয়েছে। যার ফলে খন্ড খন্ড জাতি অধ্যুষিত এই পার্বত্য এলাকায় পরিবেশ অশান্ত হয়ে ওঠার সম্ভাবনা প্রবল বলে অভিজ্ঞ মহলের আশঙ্কা ।

পাশাপাশি ভারতে বসবাসকারী চাকমা জাতির মানুষরাও এবার স্বাধীনতা দিবসে কালাদিবস ‘ পালন করে বলে জানা যাচ্ছে। ত্রিপুরা,অসম,অরুণাচল প্রদেশ ও মিজোরামে আট লাখেরও বেশি চাকমা জাতির মানুষের বসবাস।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।