রাজ্য

দিদিকে বলো–শুধুই প্রহসন মাত্র।বুঝলেন বোলপপুরের শিবপুর মৌজার গ্রেফতার হ‌ওয়া কৃষকরা।


নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:১৮ই আগস্ট:—বোলপুরের শিবপুর মৌজার সাবিরগঞ্জ গ্রামে শনিবার বিকালের ঘটনা।দিদিকে বলো কর্মসূচিতে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে রাজ্যের মন্ত্রী। তৎপর পুলিশ আটক করেছে দশজন স্থানীয় কৃষককে। সেখানে রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা গিয়েছিলেন ‘দিদিকে বলো’ কর্মসূচি করতে। এলাকার শিবপুরে শিল্পের জন্য অধিগৃহিত জমিতে শিল্পই করতে হবে এই দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন জমিদাতা কৃষকেরা। এদিন মন্ত্রী গ্রামে গেলে সেই দাবিই তারা ফের তোলেন। পাশাপাশি তারা ক্ষোভ প্রকাশ করেন, কেন শিল্পের জন্য অধিগৃহিত জমিতে শিল্প না করে আবাসন নির্মাণের কাজ চলছে।এই প্রশ্নের উত্তর চাইতেই এলাকার জমিদাতা কৃষকরা মন্ত্রী আসবেন শুনে একজোট হয়েছিলেন। মন্ত্রী গ্রামে পৌঁছাতেই তারা তাদের বক্তব্য প্রকাশ করেন ক্ষোভের সাথে।বিক্ষুব্ধ মানুষ কালো পতাকাও দেখান মন্ত্রীকে। তখনই পুলিশ গিয়ে জমিদাতাদের হটাতে শুরু করে। জসীমউদ্দীন নামে এক জমিদাতাতকে পুলিশ আটক করলে বাকিরাও এগিয়ে এসে দাবি করেন তাদেরকেও আটক করতে হবে। তারপর দশজন জমিদাতা কৃষককে আটক করে বোলপুর থানার পুলিশ। চরম ক্ষোভের সঞ্চার হয়েছে ঘটনায়। প্রশ্ন উঠছে দিদিকে বলো কর্মসূচিতে কিছু বলতে গেলেই যদি গ্রেফতার হ’তে হয়,তাহলে দিদিকে বলা মানে শুধু দিদির স্তাবকতা??? কোনো মানুষ তাদের দাবী জানাতে পারবেন না??


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।