দেশ

বাজারে আসছে নতুন ২০ টাকার নোট


নিউজডেস্ক, চিন্তন নিউজ, ২৭ এপ্রিল: বাজারে আসছে নতুন২০টাকার নোট, রিজার্ভ ব্যাংক থেকে আজ শনিবার সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হয়েছে।
এর আগে ৫০০, ১০০০, ২০০০ টাকার নোট পাল্টেছে এমনকি ২০০ ও ৫০ টাকার নোট ও পাল্টেছে। কিন্তু ২০ ও ১০ টাকার নোট অপরিবর্তিত ছিল। এবার পাল্টাচ্ছে ২০ টাকার নোট। আগে ছিল লালচে রঙের, এবার হচ্ছে সবজে হলুদ রঙের। এটিও গান্ধী সিরিজের নোট। নোটের সামনের ডানদিকে থাকবে গান্ধীজির ছবি। নোটের পিছনে থাকবে ইলোরার গুহাচিত্র। এটি দেশের সাংস্কৃতিক দিক তুলে ধরবে। নোটের মাঝে এক জায়গায় স্বচ্ছ ভারতের কথাও লেখা থাকবে।

২০১৬-র নভেম্বরে নোট বাতিলের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করা হয় রাতারাতি। বাজারে আসে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট। এরপর থেকে একের পর এক নতুন নোট বাজারে আনে রিজার্ভ ব্যাংক।

রিজার্ভ ব্যাংকের তথ্যানুসারে, ২০১৬ সালের ৩১ মার্চ ৪.৯২ বিলিয়ন নোট বাজারে ঘুরছিল৷ এরপরে তা দ্বিগুণ হয়ে ১০ বিলিয়ন হয় ২০১৮ সালের মার্চে৷ ২০১৮ সালের মার্চে ২০ টাকার নোট বাজারে থাকা নোটগুলির মূল্যের ৯.৮ শতাংশ৷


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।