দেশ রাজ্য

জনসনের বেবি শ্যাম্পু ব্যবহারে নিষেধাজ্ঞা


নিউজডেস্ক, চিন্তন নিউজ, ২৭ এপ্রিল: গোটা দেশের সমস্ত রাজ্যের মুখ্যসচিবের কাছে জনসন অ্যান্ড জনসনের বেবি শ্যাম্পু ব্যবহার না করার নির্দেশিকা পাঠালো ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইট (NCPCR) ।
উল্লেখ্য রাজস্থানের ড্রাগস কন্ট্রোল অর্গানাইজেশন সম্প্রতি এই শ্যাম্পুর নমুনা পরীক্ষা করে বলেছে এই জনসন অ্যান্ড জনসনের বেবি শ্যাম্পু অত্যন্ত ক্ষতিকারক ।এটি ব্যবহারে শিশুদের ক্যান্সার হ’তে পারে । এই সংস্থা আর‌ও বলেছে এই শ্যম্পুর নমুনা পরীক্ষা করে ক্ষতিকর ফর্মালডিহাইড পাওয়া গেছে। তাই পরবর্তী নির্দেশিকা না পাওয়া পর্যন্ত এই প্রোডাক্ট বিক্রয় বন্ধ রাখতে বলেছে রাজস্থানের পর্যবেক্ষক সংস্থা।
উল্লেখ্য জনসন অ্যান্ড জনসনের বিভিন্ন প্রোডাক্ট দেশজুড়ে বহুল ব্যবহৃত ছিল। এরকম নামী ,প্রতিষ্ঠিত সংস্থার প্রোডাক্টে এই ধরনের ক্ষতিকর নমুনা পাওয়ায় প্রশ্ন উঠছে।
ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইট রাজস্থানের ড্রাগস কন্ট্রোল অর্গানাইজেশন কে খুব শীঘ্রই এর নমুনা পরীক্ষা করে রিপোর্ট দেওয়ার কথা বলেছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।